Salt Lake Sector V: বস্তুত, নবান্নে মিটিং ডেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উষ্মা প্রকাশ করেছিলেন পরিবহন দফতরের ভূমিকায়। সেই সময় সেক্টর ফাইভের প্রসঙ্গও তুলেছিলেন তিনি। এমনকী, সরকারি বাস কমে গিয়েছে বলেও ক্ষোভ প্রকাশ করেন স্বয়ং মমতা। এরপর আজ তড়িঘড়ি সল্টলেক পৌঁছন স্নেহাশিস। কথা বলেন সেখানে উপস্থিত অফিসযাত্রীদের সঙ্গে।