AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভূত যোগে এবার বাঁধা পড়লেন সন্দীপ্তা, সুহোত্র, সত্যম, রূপাঞ্জনারা, কোন চমক অপেক্ষায়?

ছবিতে রয়েছে একগুচ্ছ টলিউড স্টার। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে সন্দীপ্তা সেন, সুহোত্র মুখোপাধ্যায়, সত্যম ভট্টাচার্য, অমৃতা চট্টোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্র, সপ্তর্ষি মৌলিক সহ আরও অনেককেই। পরিচালনা করছেন কাকলি ঘোষ ও অভিনব মুখোপাধ্যায়।

ভূত যোগে এবার বাঁধা পড়লেন সন্দীপ্তা, সুহোত্র, সত্যম, রূপাঞ্জনারা, কোন চমক অপেক্ষায়?
Follow Us:
| Edited By: | Updated on: Apr 19, 2025 | 3:53 PM

ভূতের গল্প মানেই দর্শক মনে এক অন্য আকর্ষণ। বরাবরই বাংলা ছবির জগতে ভূত জ্যঁর হিট। একাধিক প্রেক্ষাপটে ভূতের ছবি বারবার দর্শক মনে জায়গা করে নিয়েছে। এবার বাংলার নতুন বছর পড়তেই সুখবর এল সিনেপাড়া থেকে। চর্চায় ‘ভূতপূর্ব’ ছবি। ১৭ এপ্রিল ছবির পোস্টার প্রকাশ্যে এল। তবে এই ছবির খবর মিলেছিল ২০২৪ সালেই। শোনা গিয়েছিল ডিসেম্বর মাস থেকেই ছবির কাজ শুরু হতে পারে। এবার সেই ছবি দর্শক দরবারে আসার পালা। চমকে যে শুধু ভূতেই লুকিয়ে এমন নয়। ছবিতে রয়েছে একগুচ্ছ টলিউড স্টার। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে সন্দীপ্তা সেন, সুহোত্র মুখোপাধ্যায়, সত্যম ভট্টাচার্য, অমৃতা চট্টোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্র, সপ্তর্ষি মৌলিক সহ আরও অনেককেই। পরিচালনা করছেন কাকলি ঘোষ ও অভিনব মুখোপাধ্যায়।

শোনা গিয়েছিল তিন ভিন্ন গল্প নিয়ে তৈরি হতে চলেছে এই ছবি। তাই হল সত্যি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘তারানাথ তান্ত্রিক’,  রবিঠাকুরের ‘মণিহারা’, মনোজ সেনের ‘শিকার’ নিয়ে তৈরি এই ছবি! শুটের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে।  টলিউডে অতীতেও ভূতের ছবি যেভাবে বক্স অফিসে জায়গা করে নিয়েছে বারবার, সেক্ষেত্রে এই ছবি নিয়েও আশা জাগছে দর্শক মনে। আবার সেই ভূতের গল্প যদি হয় সাহিত্য নির্ভর, তাহলে তো কথাই নেই। যদিও ছবি নিয়ে সব রহস্য এখনই ভেদ করা নয়। তবে পরিচালকদ্বয় যে দর্শকদের জন্যে চমকের ডালি সাজিয়ে রেখেছেন, তা বলা বাহুল্য। ছবির অভিনেতা সত্যম বন্দ্যোপাধ্যায়ের কথায়, “দুই পরিচালকই খুব ভাল কাজ করেছেন। নিষ্ঠার সঙ্গে যত্ন নিয়ে কাজটা হয়েছে। সকলেই নিজের সেরাটা দিয়েছেন। এই ধরনের গল্পের ক্ষেত্রে দর্শক একটা তুলনা টেনেই থাকেন। এক্ষেত্রে কথা দিতে পারি দর্শক নিরাশ হয়ে ফিরবেন না।”