Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

VIRAL VIDEO: এভাবে কেউ নিজের স্বামীকে মারে? স্ত্রীর কীর্তি দেখলে শিউরে উঠবেন!

VIRAL VIDEO: এভাবে কেউ নিজের স্বামীকে মারে? স্ত্রীর কীর্তি দেখলে শিউরে উঠবেন!

দীপেন্দু পাল

| Edited By: সোমনাথ মিত্র

Updated on: Apr 03, 2025 | 5:38 PM

ভিডিও দেখে শিউরে উঠছেন নেটিজেনরা। এভাবে কেউ পেটায়?

স্ত্রী বেধড়ক পেটাচ্ছেন স্বামীকে। হাতজোড় করে বাঁচতে চাইছেন আক্রান্ত স্বামী। স্ত্রী কোনও কথাই শুনছেন না, মারতে মারতে একেবারে স্বামীর উপরে উঠে বসে পেটাচ্ছেন। মুখে ঘুষি, লাথি কিছুই বাদ যাচ্ছে না! ভাইরাল এই ভিডিওকে কেন্দ্র করে হইচই পড়ে গেছে। শেষ পর্যন্ত স্বামী পুলিশি নিরাপত্তা চাইছেন বাঁচতে। এসপি-র কাছে কাতরভাবে আবেদন করছেন, ‘আমাকে প্রাণে বাঁচান। আমাকে পর্যাপ্ত নিরাপত্তা দিন। স্ত্রী রোজ যেভাবে আমাকে মারধর করেন, আপনারা না বাঁচালে আমি মরে যাব।’

ভাইরাল এই ভিডিও মধ্যপ্রদেশের পান্না জেলার। ৩০ বছরের লোকেশ মাঝি পেশায় লোকো পাইলট। স্ত্রীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ করেছেন পুলিশের কাছে। প্রমাণ স্বরূপ জমা দিয়েছেন সিসিটিভি ফুটেজ। জানিয়েছেন, স্ত্রীর কীর্তি রেকর্ড করে নিজেই বাড়িতে গোপন ক্যামেরা বসিয়েছেন। নইলে পুলিশ তাঁর কথায় বিশ্বাস করত না। ভিডিও-য় দেখা যাচ্ছে লোকেশের স্ত্রী হর্ষিতা রাইকওয়ার তাঁকে মেঝেতে ফেলে মারছেন। লোকেশ হাতজোড় করছেন, ছেড়ে দিতে বলছেন, কিন্তু স্ত্রীর কানে সে সব ঢুকছে না। তিনি কখনও চুল ধরে, কখনও গাল ধরে লোকেশকে শারীরিকভাবে হেনস্থা করেই চলেছেন।

২০২৩-এ লোকেশ ও হর্ষিতার বিয়ে হয়। পুলিশকে লোকেশ অভিযোগ জানিয়েছেন,বিয়ের পর থেকেই হর্ষিতার মা ও ভাই এসে তাঁর কাছ থেকে টাকা ও সোনাদানা চাইত। এমনকী, টাকা দিতে অস্বীকার করায়, লোকেশের সঙ্গে তাঁর পরিবার ও বন্ধুদের দেখা পর্যন্ত করতে দিত না হর্ষিতা, এমনটাই জানিয়েছেন আক্রান্ত স্বামী। অথচ, বিয়ের সময় এক পয়সাও পণ নেননি লোকেশ, সেটাও পুলিশকে জানিয়েছেন। হর্ষিতার রোজই তাঁকে মারধর করেন কিন্তু তিনি পুলিশের কাছে যেতে ভয় পেতেন কারণ স্ত্রী তাঁকে আত্মহত্যার হুঁশিয়ারি দেন, পুলিশকে জানিয়েছেন লোকেশ। বলেছেন, ‘এর আগে আমার স্ত্রী মশা মারার তেল খেয়ে ফেলেছিল। আমাকে হুমকি দিত, পুলিশকে কিছু জানালে সুইসাইড করবে আর আমার নাম সুইসাইড নোটে লিখে যাবে। আমাকে ভয় দেখাত আমাদের সন্তানকে মেরে ফেলবে। আমাকে দয়া করে বাঁচান। আমি খুব খারাপ আছি’।