AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Global News: ডোনাল্ড ট্রাম্পের সামনে টানা ২৫ ঘণ্টা বক্তৃতা দিলেন ইনি, বাথরুমও যাননি

Global News: ডোনাল্ড ট্রাম্পের সামনে টানা ২৫ ঘণ্টা বক্তৃতা দিলেন ইনি, বাথরুমও যাননি

TV9 Bangla Digital

| Edited By: সোমনাথ মিত্র

Updated on: Apr 03, 2025 | 8:59 PM

মার্কিন সেনেটে একটানা ২৫ ঘণ্টা ৪ মিনিট বক্তৃতা দিয়েছেন এই কোরি বুকার। ইউএস সেনেটের নিয়ম হল, কোনও সেনেটর বসে বলতে পারেন না। দাঁড়িয়েই বলতে হয়।

১৯৫৭ সালে কাশ্মীর ইস্যুতে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে আট ঘণ্টা বক্তৃতা দিয়েছিলেন নেহরু জমানার প্রতিরক্ষামন্ত্রী ভি.কে কৃষ্ণ মেনন। সেটাই রাষ্ট্রপুঞ্জের ইতিহাসে দীর্ঘতম ভাষণ। এইবার এই ভদ্রলোককে দেখুন। দেখতে পাচ্ছেন, দীর্ঘদেহী সুঠাম চেহারা। বয়স ৫৫. নাম কোরি বুকার। ইনি নিউ জার্সির ডেমোক্র্যাট সেনেটর। এই ভদ্রলোক গতকাল একটা রেকর্ড করে ফেলেছেন। যার পর এঁকে সুপার হিউম্যান বললেও বোধহয় কম বলা হবে। ইনি টানা ২৫ ঘণ্টা ৪ মিনিট বক্তৃতা দিয়েছেন। ভুল শুনছেন না। ঠিকই শুনছেন।

মার্কিন সেনেটে একটানা ২৫ ঘণ্টা ৪ মিনিট বক্তৃতা দিয়েছেন এই কোরি বুকার। ইউএস সেনেটের নিয়ম হল, কোনও সেনেটর বসে বলতে পারেন না। দাঁড়িয়েই বলতে হয়। বুকারও দাঁড়িয়ে বলেছেন। ২৫ ঘণ্টায় একবারও বসেননি। একবারও বাথরুমে যাননি। শুধুমাত্র কিছুক্ষণ অন্তর অন্তর সামনে রাখা গ্লাস থেকে জল খেয়ে গেছেন। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর কীভাবে আমেরিকার সর্বনাশ করছেন, এনিয়ে বলতে ওঠেন বুকার। বক্তৃতা টাইম-বাউন্ড ছিল না। তবে, তাই বলে ২৫ ঘণ্টা বলবেন, এটা কেউই ভাবতে পারেননি।

বুকার বলা থামাচ্ছেন না দেখে তাঁর সতীর্থ ডেমোক্র্যাট সেনেটররাও উত্‍সাহ পেয়ে যান। তাঁরাও সারারাত সেনেটে ছিলেন। শেষের দিকে বুকার যখন ক্লান্ত হয়ে পড়ছিলেন তখন তাঁর এই সতীর্থরাই তাঁকে চিয়ার-আপ করে যান। কোরি বুকারের এই ভাষণই মার্কিন সেনেটের ইতিহাসে দীর্ঘতম ভাষণ। তবে, তাঁর আগের জনও কম যাননি। ১৯৫৭ সালে টানা ২৪ ঘণ্টা ১৮ মিনিট মার্কিন সেনেটে ভাষণ দিয়েছিলেন সাউথ ক্যারোলিনার ডেমোক্র্যাট সেনেটর স্টর্ম থারমন্ড। এতদিন সেটাই ছিল রেকর্ড। তবে, হ্যাঁ, নেপালের অনন্ত রামের কাছে এরা কিছুই নন। ২০১৮ সালে টানা ৯০ ঘণ্টা ২ মিনিট ভাষণ দিয়ে গিনেস বুকে নাম তুলে ফেলেছেন অনন্ত রাম।