Investment Over 5 Lakh: ব্যাঙ্কে নয়, তবে ৫ লক্ষের বেশি টাকা রাখবেন কীভাবে?
Investment: তবে ঝুঁকি কমানোর জন্য বিভিন্ন অ্যাসেট-ক্লাসে টাকা ছড়িয়ে রাখতে হবে। তবে, কোনও মানুষ কতটা ঝুঁকি নিতে রাজি, সেই প্রশ্নও এখানে চলে আসে।
টাকা রাখতে গেলে একটা ঝুঁকি থাকবেই, বলছেন বিশেষজ্ঞরা। তবে ঝুঁকি কমানোর জন্য বিভিন্ন অ্যাসেট-ক্লাসে টাকা ছড়িয়ে রাখতে হবে। তবে, কোনও মানুষ কতটা ঝুঁকি নিতে রাজি, সেই প্রশ্নও এখানে চলে আসে। অর্থনীতিবিদ সুপর্ণ পাঠক বলছেন, কিছু টাকা ব্যাঙ্কে রাখা যেতে পারে, কিছুটা টাকা বাজারে বিনিয়োগ করা যেতে পারে। এ ছাড়াও রিয়েল এস্টেট, সোনার মতো অ্যাসেট ক্লাসেও কিছু টাকা বিনিয়োগ করা যেতে পারে।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।