Humayun Kabir: ‘উনি আমার মামা হন…’, ‘ব্রাহ্মণের মেয়েকে’ সরিয়ে বালিগঞ্জে নতুন মুখ আনলেন হুমায়ুন
Humayun Kabir New Candidate: এই আবুল হাসান চৌধুরীর পূর্বে কোনও দিন রাজনীতির সঙ্গে যোগ ছিল না। বুধবার সেই কথা নিজেই জানিয়েছেন হুমায়ুন। তাঁর দাবি, 'উনি রাজনীতির লোক নন। সবাই কি রাজনীতির লোক নাকি। রাজনীতি না হয় আমরা করব।' প্রার্থী হিসাবে নাম ঘোষণা হতেই আবুল হাসানের মুখে সম্প্রীতির বার্তা।
ঢাকা: ‘উনি আমার মামা হন…‘, বুধবার এই বলেই জনতা উন্নয়ন পার্টির বালিগঞ্জের প্রার্থীর নাম ঘোষণা করলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। ২৪ ঘণ্টার মধ্যে ‘ব্রাহ্মণের মেয়ে‘ নিশা চট্টোপাধ্যায়কে সরিয়ে নতুন মুখ নিয়ে এসেছিন তিনি। নাম আবুল হাসান চৌধুরী। এককালে ছিলেন কলকাতা পুলিশের আধিকারিক। এখন অবসর গ্রহণ করেছেন।
এদিন হুমায়ুন বলেন, ‘উনি আমার মামা হয়। কলকাতা পুলিশের অফিসার হিসাবে অবসর গ্রহণ করেছেন। আপাতত ওনাকেই বালিগঞ্জের প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছি।’
Published on: Dec 24, 2025 10:47 PM
Latest Videos
