Bangladesh Hindu Death: ‘বাবরি পাহারা দিচ্ছে পুলিশ…’, বাংলা নিয়ে তোপ BJP নেতার
BJP News: বুধবার এই নিয়েই মুখ খুললেন বিজেপির মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি। বাংলার পুলিশ বাবরি তৈরি নিরাপত্তা প্রদান করছে বলে কটাক্ষ তাঁর। এদিন তিনি বলেন, 'বাংলায় একদিকে বাবরি মসজিদের শিলান্যাসের সময় পুলিশ নিজে গিয়ে নিরাপত্তা প্রদান করে। অন্য়দিকে, হিন্দু ভাইয়ের মৃত্যু ঘিরে আন্দোলন হলে লাঠিচার্জ করে।'
কলকাতায় স্থিতু বাংলাদেশের রাষ্ট্রদূতের অফিসের সামনে বিক্ষোভ হিন্দুত্ববাদীদের। মঙ্গলবার যা ঘিরে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। দীপু চন্দ্র দাসকে হত্য়ার প্রতিবাদে পথে নামে গেরুয়া শিবিরও। তারপর আন্দোলন ‘ছত্রভঙ্গ’ করতে তৎপর হয় পুলিশ। চলে লাঠিচার্জও।
বুধবার এই নিয়েই মুখ খুললেন বিজেপির মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি। বাংলার পুলিশ বাবরি তৈরি নিরাপত্তা প্রদান করছে বলে কটাক্ষ তাঁর। এদিন তিনি বলেন, ‘বাংলায় একদিকে বাবরি মসজিদের শিলান্যাসের সময় পুলিশ নিজে গিয়ে নিরাপত্তা প্রদান করে। অন্য়দিকে, হিন্দু ভাইয়ের মৃত্যু ঘিরে আন্দোলন হলে লাঠিচার্জ করে।’
Published on: Dec 24, 2025 07:15 PM
Latest Videos
