IPL 2025, RR: জোফ্রাকে কেন পুরো ওভার নয়? কারণ খোলসা করলেন নীতীশ রানা
Rajasthan Royals, Nitish Rana: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তাঁর ৮১ রানের ইনিংসই পার্থক্য গড়ে দেয়। তেমনই বোলিংয়ে পার্থক্য গড়ে দেন পেসার জোফ্রা আর্চার। যদিও কোটার পুরো চার ওভার করানো হয়নি জোফ্রাকে দিয়ে। এর কারণ জানালেন নীতীশ রানা।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শুরুটা ভালো হয়নি রাজস্থান রয়্যালসের। তেমনই ব্যক্তিগত ভাবেও কঠিন পরিস্থিতিতে ছিলেন নীতীশ রানা। দীর্ঘ সময় কেকেআরে খেলেছেন। ধারাবাহিক পারফর্মও করেছেন। তাঁকে রাখেনি কেকেআর। এর জন্য অভিমানও ঝরে পড়েছিল। নতুন টিম রাজস্থানের জার্সিতে প্রথম দু-ম্যাচে ব্য়র্থ হওয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তাঁর ৮১ রানের ইনিংসই পার্থক্য গড়ে দেয়। তেমনই বোলিংয়ে পার্থক্য গড়ে দেন পেসার জোফ্রা আর্চার। যদিও কোটার পুরো চার ওভার করানো হয়নি জোফ্রাকে দিয়ে। এর কারণ জানালেন নীতীশ রানা।
রাজস্থান রয়্যালস পেস আক্রমণের নেতৃত্বে জোফ্রাই। অতীতেও এই ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন। মেগা অকশনে তাঁকে ফেরানো হয়েছে। চেন্নাইয়ের বিরুদ্ধে উইকেট মেডেন দিয়ে শুরু করেন। ৩ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ১ উইকেট। এরপরও তাঁর এক ওভার কাজে লাগানো হয়নি। রাজস্থান ৬ রানে জিতলেও এই প্রশ্নটা কিন্তু উঠছে। জোফ্রার বোলিং নিয়ে নীতীশ বলেন, ‘পাওয়ার প্লে-তে দুর্দান্ত স্পেল করেছে জোফ্রা। টিমকে শুরুতেই এগিয়ে দিয়েছিল। টানা চার ওভার সাধারণত করানো হয় না। ওরও এক ওভার বাকি রাখা হয়েছিল। পুরনো হওয়ায় স্পিনাররা সুবিধা পেতে থাকে। তাই কার্তিকেয়কেও বোলিং করানো হয়। বল আর পিচের কথা মাথায় রেখেই জোফ্রাকে দিয়ে আর বোলিং করানো হয়নি। ভবিষ্যতে নিশ্চয়ই সময় আসবে, জোফ্রাকে দিয়ে ৪ ওভার করানো হবে।’
নীতীশ রানার যুক্তি উড়িয়ে দেওয়া যায় না। কারণ, জোফ্রার বলের গতি বেশি। স্লগ ওভারে রুদ্ধশ্বাস পরিস্থিতি তৈরি হয়েছিল। পুরনো বলে গতি বেশি পেলে চেন্নাই ব্যাটারদের শট খেলতে সহজই হত। যেমন শেষ ওভারে সন্দীপ শর্মাকে দিয়ে বোলিং করানো হয়। সন্দীপের গতি কম হলেও লাইন-লেন্থ দুর্দান্ত। আর সেটাতেই বাজিমাত করেন। মাত্র ৬ রানের রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় রাজস্থান রয়্যালস। জোফ্রা আর্চার পাওয়ার প্লে-তেই যে নিজের আসল কাজটা করে ফেলেছিলেন, নীতীশ রানার মত সেটাই। মিডল ওভারে লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারঙ্গা দুর্দান্ত বোলিং করেন, ৪ উইকেটও নেন। ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে রিয়ান পরাগের একটি দুর্দান্ত ক্যাচের প্রসঙ্গও তুলে ধরেন ম্যাচের সেরার পুরস্কার জেতা নীতীশ রানা।





