Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Stock Market, Dividend: বিরাট ডিভিডেন্ড দেবে TVS, কামা হোল্ডিংস, এজিএম রয়েছে HDFC Bank-এর!

Dividend: আজ ডিভিডেন্ড দেবে সম্বর্ধনা মাদারসন ইন্টারন্যাশনাল, মাদারসন সুমি ওয়্যারিং ইন্ডিয়া, টিভিএস হোল্ডিংস, কামা হোল্ডিংস ও ম্যাট্রিমনি ডট কম।

Stock Market, Dividend: বিরাট ডিভিডেন্ড দেবে TVS, কামা হোল্ডিংস, এজিএম রয়েছে HDFC Bank-এর!
Image Credit source: DALL·E/ChatGPT
Follow Us:
| Updated on: Mar 28, 2025 | 5:29 PM

বাজারে ওঠা-পড়া তো লেগেই রয়েছে। আর সেই ওঠা-পড়ার দিকে নজর থাকে বিনিয়োগকারীদের। তবে শুধু বাজারের ওঠা-পড়া নয়, একাধিক বিষয়ের দিকেই নজর রাখতে হয় শেয়ার বাজারে বিনিয়োগকারীদের। তাঁরা হিসাব রাখেন কখন কোন সংস্থা ডিভিডেন্ড দিচ্ছে, কখন কে বোনাস দিচ্ছে। কোন সংস্থা রাইটস ইস্যু করছে বা কাদের বোর্ড মিটিং রয়েছে কিম্বা কোন সংস্থার শেয়ার স্প্লিট করছে। কর্পোরেট ক্যালেন্ডারের দিকে নজর রাখলে কবে কোন সংস্থায় কী হচ্ছে সেই বিষয়ে জানা যায়।

আজ ২৮ মার্চ, ডিভিডেন্ড দেবে সম্বর্ধনা মাদারসন ইন্টারন্যাশনাল, মাদারসন সুমি ওয়্যারিং ইন্ডিয়া, টিভিএস হোল্ডিংস, কামা হোল্ডিংস ও ম্যাট্রিমনি ডট কম। সম্বর্ধনা মাদারসন ইন্টারন্যাশনাল শেয়ার প্রতি ৫০ পয়সা করে ডিভিডেন্ড দেবে। অন্যদিকে শেয়ার প্রতি ৫০ পয়সা করেই ডিভিডেন্ড দেবে মাদারসন সুমি ওয়্যারিং ইন্ডিয়া।

আজ দিনের শুরুতে ৮ হাজার ৭৮০ টাকায় বিকিকিনি শুরু করে টিভিএস হোল্ডিংস। সংস্থাটি আজ শেয়ার প্রতি ৯৩ টাকা ডিভিডেন্ড দেবে। সংস্থার মার্কেট ক্যাপ ১৭ হাজার ৮৬৩ কোটি টাকা। এই সংস্থার শেয়ার প্রতি আয় ৫৫০ টাকা ৩৩ পয়সা।

আজই শেয়ার প্রতি ১৭ টাকা ৭৫ পয়সা ডিভিডেন্ড দেবে আর এক সংস্থা কামা হোল্ডিংস। এই সংস্থা আজ ২ হাজার ৫৯২ টাকায় বিকিকিনি শুরু করে। সংস্থার মার্কেট ক্যাপ ৮ হাজার ৩৭১ কোটি টাকা। কামা হোল্ডিংসের শেয়ার প্রতি আয় ২৪২ টাকা।

আজ ডেভিডেন্ড দেবে ম্যাট্রিমনি ডট কমও। তারা শেয়ার প্রতি ৫ টাকা ডিভিডেন্ড দেবে। আজ দিনের শুরুতে ৫৩০ টাকায় বিকিকিনি শুরু হয় এই সংস্থার শেয়ারের। সংস্থার মার্কেট ক্যাপ ১ হাজার ১৮৪ কোটি টাকা।

আজ অ্যানুয়াল জেনারেল মিটিং রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক, আভাস ফাইন্যান্সার, জিই শিপিং, জেকে লক্ষ্মী সিমেন্টস, উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, গালফ অয়েল, হন্ডা ইন্ডিয়া পাওয়ার প্রোডাক্টস, বার্বিকিউ নেশনসের। আজ বোর্ড মিটিং রয়েছে একাধিক সংস্থা। তার মধ্যে ডিসিএম শ্রীরাম ইন্ডাস্ট্রিজ, এলকেপি ফাইন্যান্স, বিপিএল, ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া উল্লেখযোগ্য।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।