AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BSNL থাকলেই আর OTT সাবস্ক্রিপশন লাগবে না!

BSNL's New Year Plan: যেখানে রিলায়েন্স জিয়ো, এয়ারটেল বা ভোডাফোন-আইডিয়ার মতো টেলিকম সংস্থাগুলি রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর পরিকল্পনা করছে, সেখানেই বিএসএনএল আরও কম দামে, আরও বেশি পরিষেবা নিয়ে রিচার্জ প্ল্যান আনল। এবার ফ্রি ডেটার সঙ্গে বিএসএনএলের রিচার্জে পাবেন ওটিটি (OTT) দেখার সুবিধাও।

BSNL থাকলেই আর OTT সাবস্ক্রিপশন লাগবে না!
ফাইল চিত্র।Image Credit: Thomas Fuller/SOPA Images/LightRocket via Getty Images
| Updated on: Dec 26, 2025 | 1:37 PM
Share

বছর শেষে বিএসএনএল(BSNL)-র বাম্পার অফার। গ্রাহকদের টানতে দারুণ সব রিচার্জ প্ল্যান আনল দেশের রাষ্ট্রায়ত্ব টেলিকম সংস্থা। সবথেকে নজর কেড়েছে বিএসএনএল-র নিউ ইয়ার প্ল্যান। এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিএসএনএলের তরফে নতুন রিচার্জ প্ল্যানের ঘোষণা করা হয়েছে। কী কী সুবিধা পাবেন এতে, জানেন?

যেখানে রিলায়েন্স জিয়ো, এয়ারটেল বা ভোডাফোন-আইডিয়ার মতো টেলিকম সংস্থাগুলি রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর পরিকল্পনা করছে, সেখানেই বিএসএনএল আরও কম দামে, আরও বেশি পরিষেবা নিয়ে রিচার্জ প্ল্যান আনল। এবার ফ্রি ডেটার সঙ্গে বিএসএনএলের রিচার্জে পাবেন ওটিটি (OTT) দেখার সুবিধাও।

তবে মনে রাখতে হবে, বিএসএনএলের এই নিউ ইয়ার প্ল্যানের সুবিধা পাওয়া যাবে ৩১ জানুয়ারি, ২০২৬ সাল পর্যন্তই।    

কী কী সুবিধা পাবেন?

বিএসএনএলের নিউ ইয়ার প্ল্যানে আপনার বেসিক রিচার্জ প্ল্য়ানই এন্টারটেইনমেন্ট প্যাকেজে পরিবর্তিত হবে। মাত্র ২৫১ টাকার রিচার্জে ১০০ জিবি হাই স্পিড ডেটা পাবেন। থাকবে ৩০ দিনের জন্য আনলিমিটেড কলিং, ১০০টি ফ্রি এসএমএসের সুবিধা। পাশাপাশি ৪০০টি লাইভ টিভি চ্যানেল দেখার সুবিধা পাওয়া যাবে। এখানেই শেষ নয়, এই রিচার্জেই জিয়োহটস্টার (JioHotstar), সোনিলিভ (SonyLIV) সহ ২৩টি ওটিটি প্ল্যানের সুবিধাও পাওয়া যাবে। 

২২৫ টাকার রিচার্জে প্রতিদিন ৩ জিবি করে ডেটা পাওয়া যাবে। ৩৪৭ টাকা ও ৪৮৫ টাকার প্ল্যানে দৈনিক ২.৫ জিবি করে ডেটা পাওয়া যাবে। ২৩৯৯ টাকার বার্ষিক রিচার্জ প্ল্যানে দৈনিক ২.৫ জিবি করে ডেটা পাবেন।