Christmas: ক্রিসমাসের লাইটিং নয়, সকাল থেকে কীসের জন্য পার্ক স্ট্রিটে উপচে পড়া ভিড়?
Christmas in Kolkata: উৎসবের আমেজে গোটা বাংলা। আর কলকাতাবাসীর কাছে বড়দিন মানেই তো পার্ক স্ট্রিট। রবিবার থেকেই ভিড় পার্ক স্ট্রিটে। আজ, বড়দিনেও উপচে পড়া ভিড় হবে প্রতি বছরের মতো। তবে এবার বিকেল বা সন্ধ্যা থেকে নয়, সকাল থেকেই পার্ক স্ট্রিটে ভিড়।
আজ বড়দিন। উৎসবের আমেজে গোটা বাংলা। আর কলকাতাবাসীর কাছে বড়দিন মানেই তো পার্ক স্ট্রিট। রবিবার থেকেই ভিড় পার্ক স্ট্রিটে। আজ, বড়দিনেও উপচে পড়া ভিড় হবে প্রতি বছরের মতো। তবে এবার বিকেল বা সন্ধ্যা থেকে নয়, সকাল থেকেই পার্ক স্ট্রিটে ভিড়। সকালে তো ক্রিসমাস লাইটিং দেখা যাবে না। তাহলে সবাই কেন ভিড় করছে? ইংলিশ ব্রেকফাস্ট সারতে। বছরের একটা দিন অনেকেই বিদেশি খাবারে দিন শুরু করতে চাইছেন। তাই পার্ক স্ট্রিটের ফ্লুরিজ থেকে শুরু করে বিভিন্ন দোকান-রেস্তোরাঁয় ভিড় চোখে পড়ার মতো।
Latest Videos
