AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

যাকে এত ভরসা করেছিলেন ইউনূস, সেই সরে গেলেন! এবার কী হবে?

যাকে এত ভরসা করেছিলেন ইউনূস, সেই সরে গেলেন! এবার কী হবে?

ঈপ্সা চ্যাটার্জী

|

Updated on: Dec 25, 2025 | 2:50 PM

Share

Bangladesh: ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ইউনূস সরকারকে ২৪ ঘণ্টার ডেডলাইন দিয়েছিল ইনকিলাব মঞ্চ। যদি অভিযুক্তদের ধরা না হয়, তাহলে পদত্যাগের দাবি করা হয়েছিল। সেই কারণেই তিনি ইস্তফা দিলেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

আরও অস্বস্তি বাড়ল মহম্মদ ইউনূসের (Muhammad Yunus)উত্তাল বাংলাদেশে একদিকে যেখানে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি শিকেয় পৌঁছেছে, সেখানেই সরকার সামলানোর দায়িত্ব যাদের দিয়েছিলেন, তারাও পদ ছাড়তে শুরু করেছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদ থেকে ইস্তফা দিলেন খোদা বকশ চৌধুরী। তাঁর পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতিতবে কী কারণে তিনি ইস্তফা দিলেন হঠাৎ, তা কারোর কাছে স্পষ্ট নয়ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ইউনূস সরকারকে ২৪ ঘণ্টার ডেডলাইন দিয়েছিল ইনকিলাব মঞ্চ। যদি অভিযুক্তদের ধরা না হয়, তাহলে পদত্যাগের দাবি করা হয়েছিল। সেই কারণেই তিনি ইস্তফা দিলেন কি না, তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, ওসমান হাদিকে নিরাপত্তা দিতে রাজি হননি খোদা বকশ চৌধুরী। হাদির হত্যাকে কাজে লাগিয়ে নির্বাচন বানচাল করে দেওয়ার প্ল্যান ছিল।