Christmas in Kolkata: বড়দিনে কোথায় কত ভিড় হল জানেন?
Christmas: ক্রিসমাসে সব দর্শনীয় স্থানই জমজমাট। বড়দিনের ছুটিতে কচিকাচাদের ভিড় ঠাসা আলিপুর চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল, ইকো পার্ক এবং নিকো পার্ক। বিশেষ করে চিড়িয়াখানায় মানুষের ভিড় সামলাতে হিমশিম খেতে হল পুলিশকে। নিরাপত্তায় তৎপর পুলিশ।
কলকাতা: বড়দিনের ছুটিতে কচিকাচাদের ভিড় ঠাসা আলিপুর চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল, ইকো পার্ক এবং নিকো পার্ক। বিশেষ করে চিড়িয়াখানায় মানুষের ভিড় সামলাতে হিমশিম খেতে হল পুলিশকে। তবে আনন্দের মাঝে নিরাপত্তা বজায় রাখতে শহরের প্রতিটি মোড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। এদিনই আবার মরসুমের শীতলতম দিন দেখেছে কলকাতা। সব মিলিয়ে কনকনে শীত না থাকলেও মানুষের উদ্দীপনায় কোনও খামতি নেই। কোথায় কত ভিড় হল জানেন?

