তৃণমূলে যোগ দিয়েই পার্নো বললেন, ‘ভুল হয়েছে’
পার্নো মিত্র বরাহনগরের আসনে লড়েছিলেন বিজেপির হয়ে। সেই সময়ে তৃণমূল কংগ্রেসের হয়ে তাঁর বিপরীতে ভোটে লড়েছিলেন তাপস রায়। ২০২৫-এর পরিস্থিতিতে বিস্তর ফারাক। এখন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হয়ে বরাহনগরের দায়িত্ব সামলাচ্ছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

নতুন বছর পড়ার আগেই নতুন পথ বেছে নিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র। শুক্রবার গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী। এদিন তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হলেন পার্নো। তা হঠাৎ দল পরিবর্তন কেন?
তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর সাংবাদিক বৈঠকে পার্নো জানালেন, ”গতকাল বড়দিন গিয়েছে। আজকের দিনটা আমার কাছে খুব বড়দিন। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন পথ চলা শুরু করছি। সেই পথে আমি এগিয়ে যাব দিদির সঙ্গে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। ”
পার্নো আরও বলেন”৬ বছর আগে বিজেপি যোগদান করেছিলাম। কিন্তু যেভাবে পুরো বিষয়টা এগোবে ভেবেছিলাম, তা হয়নি। তাই এই সিদ্ধান্ত। মানুষ তো ভুল করেই থাকে, সেই ভুল সংশোধন করতেই তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম।”
২০১৯ সালের জুলাইয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। পার্নো মিত্র বরাহনগরের আসনে লড়েছিলেন বিজেপির হয়ে। সেই সময়ে তৃণমূল কংগ্রেসের হয়ে তাঁর বিপরীতে ভোটে লড়েছিলেন তাপস রায়। ২০২৫-এর পরিস্থিতিতে বিস্তর ফারাক। এখন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হয়ে বরাহনগরের দায়িত্ব সামলাচ্ছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। পার্নোর মনে যে গেরুয়া শিবির ঘিরে অসন্তোষ তৈরি হয়েছিল, তা তিনি ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন বলেই খবর। তৃণমূল কংগ্রেসে অভিনেত্রী যোগ দেওয়ায়, তা নিশ্চিত হয়ে গেল।
