গেরুয়া শিবিরকে বিদায়! পার্নো তৃণমূলে যোগ দিচ্ছেন
বিধানসভা নির্বাচনের মরসুমে টলিপাড়ার তারকা প্রার্থী কারা হতে পারেন, তা নিয়ে এই মুহূর্তে জল্পনা তুঙ্গে। বড় খবর হলো, অভিনেত্রী পার্নো মিত্র, যিনি গত বিধানসভা নির্বাচনে লড়েছিলেন গেরুয়া শিবিরের হয়ে, তিনি নাকি তৃণমূলে যোগ দিতে পারেন। গত বছর বিধানসভা নির্বাচনের মরসুমে বেশ কিছু টলিপাড়ার মুখকে বিধানসভা নির্বাচনে লড়তে দেখা গিয়েছিল।

বিধানসভা নির্বাচনের মরসুমে টলিপাড়ার তারকা প্রার্থী কারা হতে পারেন, তা নিয়ে এই মুহূর্তে জল্পনা তুঙ্গে। বড় খবর হলো, অভিনেত্রী পার্নো মিত্র, যিনি গত বিধানসভা নির্বাচনে লড়েছিলেন গেরুয়া শিবিরের হয়ে, তিনি তৃণমূলে যোগ দিচ্ছেন। গত বছর বিধানসভা নির্বাচনের মরসুমে বেশ কিছু টলিপাড়ার মুখকে বিধানসভা নির্বাচনে লড়তে দেখা গিয়েছিল। গেরুয়া শিবিরের হয়ে লড়েছিলেন পার্নো মিত্র। তিনি জয় পাননি। জয় না পেলেও দলের সঙ্গে থেকে যান অনেকে। তবে পার্নো গেরুয়া শিবির ছাড়লেন, নানা রকম ক্ষোভের কারণে।
পার্নো বরাহনগর আসনে লড়েছিলেন গেরুয়া শিবিরের হয়ে। সেই সময়ে তৃণমূল কংগ্রেসের হয়ে তাঁর বিরুদ্ধে ভোটে লড়েছিলেন তাপস রায়। ২০২৫-এর পরিস্থিতিতে বিস্তর ফারাক। এখন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হয়ে বরাহনগরের দায়িত্ব সামলাচ্ছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। পার্নোর মনে যে গেরুয়া শিবির ঘিরে অসন্তোষ তৈরি হয়েছিল, তা তিনি ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন বলেই খবর। তৃণমূল কংগ্রেসে অভিনেত্রী যোগ দেওয়ায়, তা নিশ্চিত হয়ে গেল।
গেরুয়া শিবির এবার পার্নোকে ভোটে লড়ার জন্য প্রস্তাব দিতে পারে, এমন চর্চা ছিল। এখন প্রথম প্রশ্নটাই হলো, তিনি কি বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়বেন? এই বিষয়ে জানতে অবশ্য কিছুটা সময় অপেক্ষা করতে হবে। কোন আসন থেকে পার্নো প্রার্থী হতে পারেন, নাকি তিনি এবার প্রার্থী হবেন না, সব দিকেই নজর থাকবে টলিপাড়ার। TV9 বাংলাকে পার্নো তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার কথা প্রথম জানিয়েছেন। তৃণমূল ভবনে তিনি কী বলেন, এখন তা জানার অপেক্ষা।
