LSG vs PBKS Playing XI IPL 2025: পন্থের গৃহপ্রবেশ! লখনউয়ে দুই দামি ক্যাপ্টেনের মস্তিষ্কের লড়াই, কী হবে কম্বিনেশন?
LSG vs PBKS Preview: ঋষভ পন্থ যেমন সবচেয়ে দামি প্লেয়ার এবং ক্যাপ্টেন, তেমনই দ্বিতীয় স্থানে শ্রেয়স আইয়ার। তাঁকে মেগা অকশনে নিয়েছে পঞ্জাব কিংস। মেগা অকশনে কয়েক মিনিটের জন্য সবচেয়ে দামি ছিলেন শ্রেয়সই। ২৬.৭৫ কোটিতে তাঁকে নিয়েছে পঞ্জাব কিংস। সবচেয়ে দামি দুই ক্যাপ্টেনের মস্তিকের লড়াইও বলা যায়।

নতুন সেট-আপ। নতুন ঘর। লখনউয়ের ‘নবাব’-এর আজ গৃহপ্রবেশ? বলাই যায়। আইপিএলের মেগা অকশনে ঋষভ পন্থকে ২৭ কোটিতে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। ক্যাপ্টেন্সিও তাঁর কাঁধেই। মরসুম শুরুর আগে হাতে গোনা প্র্যাক্টিস সেশনে ছিলেন। কিন্তু গ্যালারিতে দর্শক, ম্যাচ, প্রতিদ্বন্দ্বিতা, সমর্থকদের প্রত্যাশার চাপ, এসব অনুভূতি হয়নি। এ মরসুমে দুটি ম্যাচ খেলেছে লখনউ সুপার জায়ান্টস। দুটোই ছিল অ্যাওয়ে ম্যাচ। ঘরের মাঠে আজ প্রথম ম্যাচ খেলতে নামবেন ঋষভ পন্থ। প্রতিপক্ষ পঞ্জাব কিংস।
আইপিএলের ইতিহাসে ঋষভ পন্থ যেমন সবচেয়ে দামি প্লেয়ার এবং ক্যাপ্টেন, তেমনই দ্বিতীয় স্থানে শ্রেয়স আইয়ার। তাঁকে মেগা অকশনে নিয়েছে পঞ্জাব কিংস। মেগা অকশনে কয়েক মিনিটের জন্য সবচেয়ে দামি ছিলেন শ্রেয়সই। ২৬.৭৫ কোটিতে তাঁকে নিয়েছে পঞ্জাব কিংস। ফলে লখনউয়ের একানা স্টেডিয়ামে সবচেয়ে দামি দুই ক্যাপ্টেনের মস্তিকের লড়াইও বলা যায়।
পিচ থেকে বোলাররা সহযোগিতা পান না, এই একটা বিতর্ক চলছে। সানরাইজার্স হায়দরাবাদই যেমন নিজেদের হোম গ্রাউন্ডে প্রথম ম্যাচে ২৮৬-৫ স্কোর করেছিল। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক এবং এবারের সর্বাধিক স্কোর। তেমনই এবারের দ্বিতীয় সর্বাধিক স্কোর গড়েছে পঞ্জাব কিংস। আমেদাবাদের ব্যাটিং সহায়ক পিচে শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন পঞ্জাব করেছিল ২৪৩-৫। যে সানরাইজার্স ২৮৬ করেছিল, তাদের ডেরায় জিতেছে লখনউ। অথচ ম্যাচের আগে বলা হচ্ছিল, লখনউয়ের যা অনভিজ্ঞ বোলিং আক্রমণ, তাতে আইপিএলের ইতিহাসে প্রথম ৩০০ না হয়ে যায়। স্লগ ওভারে দুর্দান্ত বোলিং করেছিল লখনউ। এ বার তাদের সামনে মরসুমের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর গড়া পঞ্জাব কিংস।
আইপিএলের যতগুলো ভেনু রয়েছে, তার মধ্যে বোলারদের সবচেয়ে কাছের বন্ধু বলা হয়ে থাকে লখনউয়ের একানা স্টেডিয়ামকে। লাল মাটির পিচ হলেও উপরে সবুজের আভা অনেকটাই। লখনউ অলরাউন্ডার শার্দূল ঠাকুর সদ্য বোর্ডের কাছে আর্জি জানিয়েছেন, এমন পিচ হোক যেখানে বোলারদের জন্যও কিছুটা সুবিধা থাকবে। খেলায় যাতে ভারসাম্য থাকে। তাঁর কাছে হয়তো বন্ধু হয়ে উঠতে পারেন হোমগ্রাউন্ডই। কারণ, পরিসংখ্যান। যা বলছে, এই মাঠে টি-টোয়েন্টিতে প্রথম ইনিংসে গড় স্কোর ১৬৯। এবার প্রথম ম্যাচ। পরীক্ষিত নয়। পিচ একইরকম আচরণ করবে তাঁর গ্যারান্টি দেওয়া যায় না। তবে পরিসংখ্যানে ভরসা রাখতেই পারেন পেসাররা। আর মাঠের আয়তনও তুলনামূলক বড়।
লখনউ বনাম পঞ্জাব ম্যাচে নজর থাকবে মার্কাস স্টইনিসের দিকেও। পঞ্জাব কিংস নিয়েছে এই অলরাউন্ডারকে। লখনউয়ের প্রাক্তনী মার্কাস। তাঁর পুরনো হোমগ্রাউন্ডে মার্কাসের উপর বিশেষ নজর থাকবে। আর প্রাইস ট্যাগের চাপ নিয়েও ছন্দে থাকা পঞ্জাব ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের ব্যাটিংয়েও। পঞ্জাব শিবিরে একটা ধোঁয়াশা। গত ম্যাচে ইমপ্যাক্ট হিসেবে নেমে দুর্দান্ত পারফর্ম করা পেসার বিজয়কুমার বিশাখকে সুযোগ দেওয়া হবে? নাকি স্পিন বোলিং অলরাউন্ডার হরব্রীত ব্রারকে! কী হতে পারে কম্বিনেশন?
লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য দ্বাদশ: এইডেন মার্কব়্যাম, মিচেল মার্শ, নিকোলাস পুরান, ঋষভ পন্থ, আয়ুষ বাদোনি, ডেভিড মিলার, শাহবাজ আহমেদ, শার্দূল ঠাকুর, রবি বিষ্ণোই, প্রিন্স যাদব, আবেশ খান, দিগ্বেশ রাঠি
পঞ্জাব কিংসের সম্ভাব্য দ্বাদশ: প্রিয়াংশ আর্য, প্রভসিমরন সিং, শ্রেয়স আইয়ার, আজমতুল্লা ওমরজাই, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, শশাঙ্ক সিং, সূর্যাংশ শেড়গে, মার্কো জানসেন, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল, বিজয়কুমার বিশাখ/হরপ্রীত ব্রার





