AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ঋষভ পন্থ

ঋষভ পন্থ

বিপজ্জনক ব্যাটার বললে ভুল হবে না। যে কোনও পরিস্থিতি থেকে ঘুরিয়ে দিতে পারেন ম্যাচ। যতক্ষণ ক্রিজে তিনি, ম্যাচ জেতার সম্ভাবনা প্রবল— ঋষভ পন্থ গত কয়েক বছরে এই সুনামই অর্জন করেছেন ক্রিকেটে। ১২ বছর বয়সে উত্তরাখণ্ডের রুর্কি থেকে মায়ের হাত ধরে এসেছিলেন দিল্লিতে। থাকার জায়গা ছিল না। গুরদোয়ারাতে থাকতেন। তাও ক্রিকেটার হওয়ার অদম্য জেদ আটকাতে পারেনি তাঁকে। বয়সভিত্তিক থেকে শুরু করে সিনিয়র টিমের হয়ে বিস্ফোরক ব্যাটিংই করে গিয়েছেন। সবচেয়ে ইতিবাচক দিক হল, মারকুটে হলেও ধারাবাহিক ভাবে রান করে যেতে পারেন। দিল্লিতে তারক সিনহার কোচিংয়ে উঠে আসা। দিল্লির হয়ে অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে আসামের বিরুদ্ধে ১৫০ রানের ইনিংস খেলেছিলেন। ওই সেঞ্চুরিই তাঁর উত্থানের পথ মসৃণ করে দেয়। রঞ্জিতে মহারাষ্ট্রের বিরুদ্ধে ট্রিপল সেঞ্চুরি থেকে ৩২ বলে ঝোড়ো সেঞ্চুরি কিছুই বাদ নেই পন্থের। প্রতিভাবান উইকেটকিপার-ব্যাটার যে কারণে ভারতীয় টিমেও সুযোগ পেয়ে গিয়েছিলেন দ্রুত। Indian Cricket Teamএর হয়েও সাফল্য পেতে শুরু করেন। বিশেষ করে টেস্ট ক্রিকেটে।

২০১৮ সালে ইংল্যান্ডের মাঠে কনিষ্ঠ কিপার হিসেবে টেস্টে প্রথম সেঞ্চুরি করেন পন্থ। সিডনি হোক আর গাব্বা, পন্থ ঝড় বইয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার মাঠে। ম্যাচ বাঁচানো থেকে ম্যাচ জেতানো, কোনও কিছুই বাদ নেই তাঁর প্রোফাইলে। ২০১৬ সাল থেকে দিল্লির হয়েই IPL খেলছেন পন্থ। প্রথম মরসুমে তেমন কিছু করতে না পারলেও পরের বছর থেকে পন্থ নিজেকে প্রমাণ করেছেন। সেরা আইপিএল মরসুম ২০১৮ সালে। ১৪ ম্যাচ খেলে ৬৮৪ রান করেছিলেন। এই পন্থ ২০২৩ সালের আইপিএল খেলতে পারেননি। দুর্ঘটনার কবলে পড়ে দেড় বছরেরও বেশি সময় মাঠের বাইরে থাকতে হয় তাঁকে। আবার আইপিএল ফিরছেন পন্থ।

Read More

IND vs ENG: ‘জাস্ট প্রয়োজন ছিল…’, হারের কারণ জানালেন শুভমন গিল

IND vs ENG 3rd Test: লর্ডসে প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। দ্বিতীয় ইনিংসে ভারতের ক্ষীণ আশা জাগিয়ে রেখেছিলেন। ভাগ্য সহায় হল না। মাত্র ২২ রানে হার ভারতের। কোথায় ভুল হল? তুলে ধরলেন ভারত অধিনায়ক শুভমন গিল।

IND vs ENG Result: এভাবে ‘শেষ’ হওয়ার ছিল না…, হারেও ভারতের গর্ব দুটি পার্টনারশিপ

India Vs England 3rd Test: রুদ্ধশ্বাস সেই ম্যাচ টাই হয়েছিল। এরপর গড়ায় সুপার ওভারে। কিন্তু সুপার ওভারও টাই হয়। বাউন্ডারি নিয়মে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। লর্ডসের মাঠে ছয় বছর পর আরও একটা তেমনই জয় ইংল্যান্ডের। ফরম্যাট আলাদা। কিন্তু রোমাঞ্চ ঠিক একইরকম।

IND vs ENG: আশা-আশঙ্কায় দিন শেষ! লর্ডসে ক্যাপ্টেনের হতাশা জারি

India Vs England 3rd Test: দুর্দান্ত বোলিং করেছেন জসপ্রীত বুমরা, ওয়াশিংটন সুন্দররা। লর্ডসে জিতে সিরিজ ২-১ এগিয়ে যেতে ভারতের প্রয়োজন ১৯৩ রান। ছোট টার্গেটই বলা যায়। কিন্তু ৪ উইকেট হারিয়ে আশার সঙ্গে যোগ হয়েছে আশঙ্কাও।

IND vs ENG: ইংল্যান্ডের লজ্জার ‘বোল্ড’ রেকর্ড, লর্ডসে ভারতের টার্গেট ১৯৩

IND vs ENG 3rd Test: এখনও অবধি সেই আত্মবিশ্বাস রয়েছে। ম্যাচের রাশ এখন ভারতের হাতেই। সিরিজে ২-১ এগিয়ে যেতে ভারতের চাই ১৯৩ রান। যা এই পিচে ভারতের জন্য কঠিন লক্ষ্য বলা যায় না।

IND vs ENG: ‘ম্যাচ ফি ভাগ করে নেওয়া উচিত’, ঋষভ পন্থকে নিয়ে মন্তব্য প্রাক্তনীর

IND vs ENG 3rd Test: লর্ডস টেস্টে কিপার পন্থকে কার্যত পাওয়াই যায়নি। তবে আশঙ্কা, আগামী ম্যাচে এর প্রভাব পড়বে কি না। প্রথম ইনিংসে কিপিং গ্লাভস সেই যে ধ্রুব জুরেলকে তুলে দিয়েছিলেন, আর নামেননি। দ্বিতীয় ইনিংসেও কিপিং করেন ধ্রুব জুরেলই।

Rishabh Pant: ভিভ রিচার্ডসের সর্বকালের রেকর্ড ঋষভ পন্থের দখলে!

IND vs ENG 3rd Test: ইংল্যান্ডের ৩৮৭ রানের জবাবে ভারতও একই রান করেছে। গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ঋষভ পন্থও। আর এতেই রেকর্ডও গড়েছেন। ছাপিয়ে গিয়েছেন কিংবদন্তি ভিভ রিচার্ডসকে।

IND vs ENG: ভীতু ইংল্যান্ডের টাইম-লস! লর্ডসে প্রথম ইনিংস ‘টাই’

India Vs England 3rd Test: কেরিয়ারের দশম, লর্ডসে দ্বিতীয় বার সেঞ্চুরি করলেন। তেমনই দুর্দান্ত ইনিংস ঋষভ পন্থ ও রবীন্দ্র জাডেজার। ভারতের প্রথম ইনিংসও শেষ হয় ৩৮৭ রানেই। দ্বিতীয় ইনিংসে ২ রান তুলেছে ইংল্যান্ড। যদিও সময় নষ্টের খেলায় মাত্র এক ওভার সামলাতে হয়েছে।

IND vs ENG: লর্ডস-ডে শুভ হল না, রাহুলের হাফসেঞ্চুরি; আরও একটা মন্থর দিন

India Vs England 3rd Test: প্রথম ইনিংসে ২৬৯ রান, দ্বিতীয় ইনিংসে ১৬১! প্রথম দুই টেস্টেই করেছিলেন সব মিলিয়ে ৪৩০ রান। অপেক্ষা ছিল লর্ডস টেস্টের। কিন্তু প্রথম 'লর্ডস ডে' শুভ হল না শুভমন গিলের। মাত্র ১৬ রানেই ফিরলেন ক্যাপ্টেন।

IND vs ENG: বাজ়বল ভুলে গেল ইংল্যান্ড? সারা দিনে রান রেট মাত্র ৩!

India Vs England 3rd Test: মনে করা হয়েছিল লর্ডসে ঘাসের পিচ, পেস-বাউন্স থাকবে। কিন্তু দেখা গেল অন্য। মন্থর পিচ। প্রথম সেশনে বেশ কিছু হাফচান্স মিস হয়। বাজ়বল নয়, সনাতনী টেস্ট ক্রিকেটেই ফিরল ইংল্যান্ড ক্রিকেট দল।

IND vs ENG, Rishabh Pant: ভাইস ক্যাপ্টেন ঋষভ পন্থের চোটে চিন্তা, কিপিংয়ে জুরেল

India Vs England 3rd Test: ভারতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ ঋষভ পন্থ। দীর্ঘ সময় খেলছেন। এই সিরিজেও দুর্দান্ত পারফর্ম করেছেন। ব্যাটিং-ফিল্ডিং মিলিয়ে অনেকটা সময় মাঠে কাটাতে হয়েছে তাঁকে। লর্ডসের পর আরও দুটো টেস্ট বাকি থাকছে ভারতের।