ঋষভ পন্থ

ঋষভ পন্থ

বিপজ্জনক ব্যাটার বললে ভুল হবে না। যে কোনও পরিস্থিতি থেকে ঘুরিয়ে দিতে পারেন ম্যাচ। যতক্ষণ ক্রিজে তিনি, ম্যাচ জেতার সম্ভাবনা প্রবল— ঋষভ পন্থ গত কয়েক বছরে এই সুনামই অর্জন করেছেন ক্রিকেটে। ১২ বছর বয়সে উত্তরাখণ্ডের রুর্কি থেকে মায়ের হাত ধরে এসেছিলেন দিল্লিতে। থাকার জায়গা ছিল না। গুরদোয়ারাতে থাকতেন। তাও ক্রিকেটার হওয়ার অদম্য জেদ আটকাতে পারেনি তাঁকে। বয়সভিত্তিক থেকে শুরু করে সিনিয়র টিমের হয়ে বিস্ফোরক ব্যাটিংই করে গিয়েছেন। সবচেয়ে ইতিবাচক দিক হল, মারকুটে হলেও ধারাবাহিক ভাবে রান করে যেতে পারেন। দিল্লিতে তারক সিনহার কোচিংয়ে উঠে আসা। দিল্লির হয়ে অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে আসামের বিরুদ্ধে ১৫০ রানের ইনিংস খেলেছিলেন। ওই সেঞ্চুরিই তাঁর উত্থানের পথ মসৃণ করে দেয়। রঞ্জিতে মহারাষ্ট্রের বিরুদ্ধে ট্রিপল সেঞ্চুরি থেকে ৩২ বলে ঝোড়ো সেঞ্চুরি কিছুই বাদ নেই পন্থের। প্রতিভাবান উইকেটকিপার-ব্যাটার যে কারণে ভারতীয় টিমেও সুযোগ পেয়ে গিয়েছিলেন দ্রুত। Indian Cricket Teamএর হয়েও সাফল্য পেতে শুরু করেন। বিশেষ করে টেস্ট ক্রিকেটে।

২০১৮ সালে ইংল্যান্ডের মাঠে কনিষ্ঠ কিপার হিসেবে টেস্টে প্রথম সেঞ্চুরি করেন পন্থ। সিডনি হোক আর গাব্বা, পন্থ ঝড় বইয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার মাঠে। ম্যাচ বাঁচানো থেকে ম্যাচ জেতানো, কোনও কিছুই বাদ নেই তাঁর প্রোফাইলে। ২০১৬ সাল থেকে দিল্লির হয়েই IPL খেলছেন পন্থ। প্রথম মরসুমে তেমন কিছু করতে না পারলেও পরের বছর থেকে পন্থ নিজেকে প্রমাণ করেছেন। সেরা আইপিএল মরসুম ২০১৮ সালে। ১৪ ম্যাচ খেলে ৬৮৪ রান করেছিলেন। এই পন্থ ২০২৩ সালের আইপিএল খেলতে পারেননি। দুর্ঘটনার কবলে পড়ে দেড় বছরেরও বেশি সময় মাঠের বাইরে থাকতে হয় তাঁকে। আবার আইপিএল ফিরছেন পন্থ।

Read More

Sanju Samson Out controversy: সঞ্জু স্যামসনের আউটে প্রবল বিতর্ক, বিদেশি আম্পায়ারের সিদ্ধান্তে প্রশ্ন

IPL 2024, Delhi Capitals vs Rajasthan Royals: সঞ্জু কি আউট ছিলেন? এই নিয়েই বিতর্ক। দুর্দান্ত ব্যাটিং করছিলেন রাজস্থান রয়্যালস ক্যাপ্টেন। মুকেশ কুমারের বোলিংয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ নেন শেই হোপ। এই ক্যাচ নিয়েই বিতর্ক। ক্যাচ পরিষ্কার নিলেও ভারসাম্য হারিয়েছিলেন হোপ। তৃতীয় আম্পায়ার ছিলেন ইংল্যান্ডের মাইকেল গফ। অনেক অ্যাঙ্গেল থেকেই ক্যাচ দেখেন। ভারসাম্য হারানোর সময় হোপের পা বাউন্ডারি ছুঁয়েছে কিনা, এই নিয়ে একশো শতাংশ নিশ্চিত ছিলেন না।

DC vs RR IPL Match Result: সঞ্জু ফিরতেই খেই হারাল রাজস্থান, ঘরের মাঠে অনবদ্য জয় দিল্লির

Delhi Capitals vs Rajasthan Royals, আইপিএল 2024: ইনিংসের পঞ্চম ওভারে মুকেশ কুমার আক্রমণে। স্ট্রাইকে বাটলার। মুকেশ কুমারের প্রথম ডেলিভারি। মাত্র ৮ রানেই বাটলারের ক্যাচ ফেলেন স্টাবস। হাই ক্যাচ। নিজেই কল করেছিলেন। কঠিন ক্যাচ। হাতে এলেও ভারসাম্য রাখতে পারেননি। বাটলারের ক্যাচ ফেলা মানে...! তবে পাওয়ার প্লে-র শেষ ওভারে বাটলারকে ফিরিয়ে স্টাবস এবং দিল্লি শিবিরকে স্বস্তি দেন অক্ষর প্যাটেল।

DC vs RR: চাহালের রেকর্ড, অশ্বিন দাপট; আজই প্লে-অফ নিশ্চিত করতে রাজস্থানের চাই ২২২

IPL 2024, Delhi Capitals vs Rajasthan Royals: অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি তরুণ ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগুরুকের। অনভিজ্ঞতার কারণেই এমন ভাবনা বলে মনে করা হচ্ছে। বিশ্বকাপে ডাক না পেলেও আইপিএলে বিধ্বংসী ব্যাটিং জারি। রাজস্থান রয়্যালসের শক্তিশালী বোলিং আক্রমণকে প্রবল চাপে ফেলেছিলেন ম্যাকগুরুক। যদিও অশ্বিনের অভিজ্ঞতার কাছে হার মানেন। ১৯ বলে হাফসেঞ্চুরিতে পৌঁছন জ্যাক।

DC vs RR IPL 2024 Match Prediction: দিল্লির ‘কিলা’ দখল করলেই প্লে-অফ নিশ্চিত, RR-কে আটকানো চ্যালেঞ্জ পন্থদের

Delhi Capitals vs Rajasthan Royals Preview: টানা পাঁচ সপ্তাহ পয়েন্ট টেবলে শীর্ষস্থান ধরে রেখেছিল রাজস্থান রয়্যালস। নিজেদের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে মাত্র ১ রানে হার এবং কলকাতা নাইট রাইডার্সের পরপর দুটি জয়ে সিংহাসনচ্যুত হয়েছে রয়্যালস। আপাতত শীর্ষে কেকেআর। আজ দিল্লি ক্যাপিটালসকে হারাতে পারলে একদিকে যেমন শীর্ষে ফিরবে রাজস্থান, তেমনই প্লে-অফও নিশ্চিত হয়ে যাবে। এর জন্য ভরসা রাজস্থান রয়্যালসের বোলিং আক্রমণ।

India T20 World Cup squad: টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা ভারতের, একঝাঁক চমক!

ICC MEN’S T20 WC 2024: নানা প্রশ্ন ছিল টিম বাছাই নিয়ে। দীর্ঘ আলোচনা হয়। একঝাঁক চমক রয়েছে ভারতীয় দলে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পারফরম্যান্সকে যে গুরুত্ব দেওয়া হয়েছে, টিম বাছাইয়েই পরিষ্কার।

Shreyas Iyer: মাঠে নামলে আঁধার দেখি… পন্থদের বিরুদ্ধে নামার আগে অকপট KKR ক্যাপ্টেন

KKR, IPL 2024: ঘড়ির কাঁটায় আজ সন্ধে ৭টা বাজলেই জমে উঠবে ইডেন গার্ডেন্স। আইপিএলের (IPL) দু'বারের চ্যাম্পিয়ন কেকেআর (KKR) চলতি মরসুমে ৮ ম্যাচে খেলে ৫টিতে জিতেছে, হেরেছে ৩টিতে। নাইটদের পয়েন্ট ১০। দিল্লি কেকেআরের থেকে ২টো ম্যাচ বেশি খেলেছে। পন্থদের পয়েন্টও ১০।

KKR vs DC IPL 2024 Match Prediction: বাংলা যতই গরম হোক, ইডেনে রানের ‘আজ’বৈশাখী!

Kolkata Knight Riders vs Delhi capitals Preview: ব্যাটিংয়ে বিধ্বংসী ফর্মে ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল এবং ত্রিস্তান স্টাবসও। তেমনই দিল্লির বোলিং বৈচিত্র তাদের ইতিবাচক দিক। বিদেশি বোলাররা ভালো পারফর্ম করতে পারছেন না ঠিকই, দিল্লিকে ভরসা দিচ্ছেন বাংলার মুকেশ কুমার। দুর্দান্ত ফর্মে চায়নাম্যান কুলদীপ যাদব। ভুললে চলবে না খলিল আহমেদ এবং তরুণ পেসার রশিক সালামের কথাও।

Sourav Ganguly: ইডেনে সৌরভ আতঙ্ক! কী বলছে কেকেআর শিবির?

IPL 2024, KKR vs DC: গ্যালারি কি ভাগ হয়ে যাবে? এমন পরিস্থিতি নতুন নয়। এর আগেও হয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায় তখন খেলতেন। পুনে ওয়ারিয়র্সের হয়ে খেলতে এসেছিলেন সৌরভ। ইডেনে গৌতম গম্ভীরের কেকেআর দেখেছিল গ্যালারির ভিন্ন রূপ। এ বারও সৌরভ ও গম্ভীর। ভূমিকা ভিন্ন। পরিস্থিতি যে এমন হতে পারে, মানসিক ভাবে প্রস্তুত নাইট শিবির।

IPL 2024: আইপিএলে গম্ভীর-সৌরভ দ্বৈরথের আগে ইডেন গার্ডেন্সের ভোলবদল

KKR vs DC: ইডেনের গ্যালারি সোমবার রাতে ভাগাভাগি হয়ে যাবে। একদিকে থাকবেন কেকেআরের ভক্তরা। আর অপরদিকে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের সমর্থকরা। ক্রিকেটের নন্দনকাননে এ বারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ। এই ম্যাচ খানিটা গৌতম গম্ভীর বনাম সৌরভ গঙ্গোপাধ্যায়ের ম্যাচও। দুই তারকা এখন আর আইপিএলে খেলেন না। কিন্তু দু'জনই কেকেআর ও দিল্লির প্রাক্তন অধিনায়ক।

Hardik Pandya: ও ভয়ডরহীন খেলল… DC-র কাছে হেরে MI ক্যাপ্টেন হার্দিকের মুখে জ্যাকের প্রশংসা

শেষ ওভার অবধি ম্যাচে জয়ের সম্ভবনা দুই দলেরই ছিল ৫০-৫০। কিন্তু দিল্লির দেওয়া ২৫৮ রানের টার্গেট শেষ অবধি পূরণ করতে পারেনি মুম্বই। ম্যাচের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) অধিনায়ক হার্দিক পান্ডিয়া প্রশংসায় ভরিয়েছেন দিল্লির তরুণ ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগুরুককে।