AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rishabh Pant: রঞ্জি ট্রফি দিয়ে প্রত্যাবর্তন ঋষভ পন্থের! সম্ভাবনা জোরালো

Indian Cricket News: ইংল্যান্ড সফরে চতুর্থ টেস্টে পায়ে গুরুতর চোট পেয়েছিলেন পন্থ। চোট নিয়েই ব্যাটিংয়ে নেমেছিলেন। পঞ্চম টেস্টে আর খেলেননি। এরপর থেকেই মাঠের বাইরে। রিহ্যাব পর্ব চলছে তাঁর। ঘরের মাঠে পরবর্তী টেস্ট সিরিজ ভারতের। তার আগে রঞ্জি ট্রফি দিয়ে প্রত্যাবর্তন হতে পারে ঋষভ পন্থের।

Rishabh Pant: রঞ্জি ট্রফি দিয়ে প্রত্যাবর্তন ঋষভ পন্থের! সম্ভাবনা জোরালো
Image Credit: PTI FILE
| Updated on: Oct 07, 2025 | 7:48 PM
Share

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু-ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ভারত। আমেদাবাদে প্রথম টেস্টে ইনিংস এবং ১৪০ রানের বিশাল ব্যবধানে জিতেছেন শুভমন গিলরা। চোটের কারণে এই সিরিজে নেই ঋষভ পন্থ। ইংল্যান্ড সফর থেকেই টেস্ট ক্রিকেটে নতুন জমানা শুরু হয়েছিল। শুভমন গিলকে ক্যাপ্টেন করা হয়েছিল। তাঁর ডেপুটি করা হয় ঋষভ পন্থকে। ইংল্যান্ড সফরে চতুর্থ টেস্টে পায়ে গুরুতর চোট পেয়েছিলেন পন্থ। চোট নিয়েই ব্যাটিংয়ে নেমেছিলেন। পঞ্চম টেস্টে আর খেলেননি। এরপর থেকেই মাঠের বাইরে। রিহ্যাব পর্ব চলছে তাঁর। ঘরের মাঠে পরবর্তী টেস্ট সিরিজ ভারতের। তার আগে রঞ্জি ট্রফি দিয়ে প্রত্যাবর্তন হতে পারে ঋষভ পন্থের।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঋষভ পন্থের অনুপস্থিতিতে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে রবীন্দ্র জাডেজাকে। পন্থের পরিবর্তে খেলা ধ্রুব জুরেল দুর্দান্ত পারফর্ম করেছেন। কেরিয়ারের প্রথম সেঞ্চুরি এসেছে জুরেলের। পন্থ ফিরলে শুধুমাত্র ব্যাটার হিসেবে জায়গা ধরে রাখতে পারেন জুরেল। সবটাই নির্ভর করছে ধারাবাহিকতা দেখাতে পারছেন কি না, তার উপর। ধ্রুব জুরেল সেকেন্ড কিপার হিসেবে ওডিআই টিমেও জায়গা করে নিয়েছেন। অস্ট্রেলিয়ায় লোকেশ রাহুলই ওডিআইতে কিপিং করবেন। স্কোয়াডে রয়েছেন জুরেল। পন্থ ফিরলে জুরেল সেকেন্ড চয়েস।

বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অব এক্সিলেন্সে রিহ্যাব চলছে পন্থের। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের এখনও অনেকটা সময় বাকি। ম্যাচ ফিটনেস দেখে নিতে রঞ্জি ট্রফির সেকেন্ড রাউন্ডে নামতে দেখা যেতে পারে দিল্লির কিপার ব্যাটার ঋষভ পন্থকে। ১৪ নভেম্বর থেকে শুরু দক্ষিণ আফ্রিকা টেস্ট। রঞ্জি ট্রফি শুরু হচ্ছে ২৫ অক্টোবর থেকে। যদিও প্রথম রাউন্ডে ঋষভের খেলার সম্ভাবনা কম। রিহ্যাবের শেষ পর্বে রয়েছেন ঋষভ, বোর্ড সূত্রে এমনটাই খবর।

ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট ১০ অক্টোবর থেকে। দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে খেলা। কাল, বুধবার থেকে দিল্লিতে দ্বিতীয় টেস্টের প্রস্তুতি শুরু শুভমন গিলদের।