Rishabh Pant: ঘরের মাঠে টেস্ট সিরিজে নেই ভাইস ক্যাপ্টেন ঋষভ পন্থ!
India vs West Indies Test Series: স্কোয়াড ঘোষণা করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যদিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে চোট। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে পাওয়ার সম্ভাবনা নেই ভাইস ক্যাপ্টেন ঋষভ পন্থকে।

ভারতীয় দল এশিয়া কাপে ব্যস্ত। সুপার ফোর পর্ব চলছে। দুর্দান্ত ছন্দে ভারতীয় দল। টুর্নামেন্টে এখনও অবধি সব ম্যাচেই জিতেছে। এশিয়া কাপের পর একঝাঁক দ্বিপাক্ষিক সিরিজ রয়েছে ভারতীয় দলের। ২ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু। এখনও অবধি যা খবর, বুধবার স্কোয়াড ঘোষণা করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যদিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে চোট। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে পাওয়ার সম্ভাবনা নেই ভাইস ক্যাপ্টেন ঋষভ পন্থকে।
এশিয়া কাপের আগে ইংল্যান্ড সফরে গিয়েছিল ভারতীয় দল। বিরাট কোহলি, রোহিত শর্মার মতো দুই কিংবদন্তির অবসরের পর প্রথম সিরিজ ছিল সেটি। টেস্ট ক্যাপ্টেন করা হয় শুভমন গিলকে। ভাইস ক্যাপ্টেন বেছে নেওয়া হয়েছিল ঋষভ পন্থকে। টি-টোয়েন্টি কিংবা ওয়ান ডে ফর্ম্যাটে এখন নিয়মিত সুযোগ পান না পন্থ। টেস্ট ক্রিকেটে তিনি ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য, এ বিষয়ে সন্দেহ নেই।
ইংল্যান্ড সফরে চতুর্থ টেস্টে পায়ে গুরুতর চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। সে সময়ই সিরিজ থেকে ছিটকে যাওয়ার কথা। পন্থ অবশ্য চোট নিয়েই ব্যাটিংয়ে নেমেছিলেন। শেষ ম্যাচে তাঁকে পাওয়া যায়নি। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে তাঁকে নিয়ে ধোঁয়াশা ছিলই। পরস্থিতি কঠিন হয়েছে ক্রমশ। হালকা ট্রেনিং শুরু করেছেন পন্থ। তবে এখনও ব্যাটিং কিংবা কিপিং করছেন না। ২ অক্টোবর সিরিজ শুরু। হাতে সময়ও কম। পন্থকে পাওয়া যাবে না এই সিরিজে।
ঋষভ পন্থের অনুপস্থিতিতে প্রথম চয়েস কিপার ধ্রুব জুরেল। স্কোয়াডে থাকবে ইংল্যান্ডে ব্যাক আপ হিসেবে ডাক পাওয়া নারায়ণ জগদীশনও। সম্ভাবনা রয়েছে ঈশান কিষাণেরও। তবে ভাইস ক্যাপ্টেন্সি কাকে দেওয়া হয় সেদিকে নজর থাকবে। সম্ভাবনা বেশি লোকেশ রাহুলের।
