AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs ENG: বুমরা নেই! ভারতের একাদশে আর যা বদল হতে চলেছে…

IND vs ENG Test Series: দু-দলেই নানা চোট সমস্যা রয়েছে। ইংল্যান্ড ক্যাপ্টেন যেমন ছিটকে গিয়েছেন। ভারতের ভাইস ক্যাপ্টেন ঋষভ পন্থ ছিটকে গিয়েছেন। তাঁর পরিবর্ত আনাই স্বাভাবিক। তেমনই বোলিং আক্রমণে একঝাঁক পরিবর্তনের সম্ভানা ভারতের। এই ম্যাচের উপর সিরিজের ফল নির্ভর করছে।

IND vs ENG: বুমরা নেই! ভারতের একাদশে আর যা বদল হতে চলেছে...
Image Credit: PTI
| Updated on: Jul 30, 2025 | 11:51 PM
Share

ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষ পর্যায়ে। রাত পোহালেই বৃহস্পতিবার শুরু হচ্ছে ওভাল টেস্ট। সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারত। সিরিজ অন্তত ড্র করতে হলেও এই ম্যাচে জিততেই হবে ভারতকে। হার কিংবা ড্র মানেই সিরিজ ইংল্যান্ডের। দু-দলেই নানা চোট সমস্যা রয়েছে। ইংল্যান্ড ক্যাপ্টেন যেমন ছিটকে গিয়েছেন। ভারতের ভাইস ক্যাপ্টেন ঋষভ পন্থ ছিটকে গিয়েছেন। তাঁর পরিবর্ত আনাই স্বাভাবিক। তেমনই বোলিং আক্রমণে একঝাঁক পরিবর্তনের সম্ভানা ভারতের। এই ম্যাচের উপর সিরিজের ফল নির্ভর করছে।

লিডস থেকে সফর শুরু হয়েছিল। সিরিজ শুরুর আগে বলা হয়েছিল, জসপ্রীত বুমরা তিনটি টেস্টে খেলবেন। ম্যাঞ্চেস্টারে তাঁকে বিশ্রামের ভাবনা থাকলেও একাধিক পেসারের চোট থাকায় বিশ্রাম দেওয়া যায়নি। বুমরাকে খেলাতে বাধ্য় হয়েছিল টিম ম্যানেজমেন্ট। এই ম্যাচটির উপর সিরিজের ফল নির্ভর করায়, বুমরাকে নিয়ে ধোঁয়াশা কিছুটা রয়েছে। এখনও অবধি যা পরিস্থিতি, ওভালে বুমরাকে ছাড়াই নামছে ভারত। কিন্তু ওভালের গ্রিন টপের কথা মাথায় রেখে শেষ মুহূর্তে তাঁকে খেলিয়ে দিলেও অবাক হওয়ার নেই।

ওভালে টেস্ট অভিষেক হতে চলেছে বাঁ হাতি পেসার অর্শদীপ সিংয়ের। বুমরা না খেললে ফিরবেন আকাশ দীপ সিংও। দু-জনেই ফিট। এক ম্যাচ খেলে বাদ পড়তে চলেছেন অংশুল কম্বোজ। ব্যাটিংয়ে বা বলা ভালো লাইক টু লাইক পরিবর্তন, ঋষভ পন্থের জায়গায় ধ্রুব জুরেল। কিন্তু সাই সুদর্শনের জায়গাও নিশ্চিত বলা যাচ্ছে না। ম্যাঞ্চেস্টারে প্রথম ইনিংস ভালো কাটলেও দ্বিতীয় ইনিংসে গোল্ডেন ডাক। অভিজ্ঞ করুণ নায়ারকে শেষ টেস্টে আরও একটা সুযোগ দিলেও অবাক হওয়ার নেই।

এমন নানা যদি কিন্তুর মধ্যে রয়েছেন শার্দূল ঠাকুরও। ভারত যদি কুলদীপ যাদবকে খেলাতে চায়, ওয়াশিংটন সুন্দর কিংবা শার্দূলের মধ্যে কাউকে জায়গা ছাড়তে হবে। সুন্দর ছন্দে থাকলেও তাঁর সম্ভবনাই বেশি। কারণ, কুলদীপকে খেলানো আর সুন্দরের মতো একজন অফস্পিনার রাখা কার্যত একই ব্যাপার। বোলিংয়ের দিক থেকে সেটা হলেও ওয়াশিংটনকে বাদ দিলে ব্যাটিং দুর্বল হয়ে পড়বে। ফলে নানা সম্ভাবনাই ঘুরছে।