Sunrisers Hyderabad, IPL: জেনারেশন গোল্ড এবং বোল্ড কি টিমের কর্ণধারদের ক্ষেত্রেও প্রযোজ্য?
Kavya Maran: আচ্ছা গায়ত্রী রেড্ডির কথা মনে পড়ে? কাব্যা মারানের গ্ল্যামারের মাঝেও জেনারেশন গোল্ড কি বলা যায় গায়ত্রীকে?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্লেয়ারদের ক্ষেত্রে দুটো শব্দ খুবই ব্যবহার করা হচ্ছে। জেনারেশন গোল্ড এবং বোল্ড। টিমের কর্ণধারদের ক্ষেত্রেও কি এ কথা প্রযোজ্য়? তা হয়তো নয়। মালিকানা বদল নিয়ে সেই অর্থে আগ্রহ দেখান না ক্রিকেট প্রেমীরা। কিন্তু…। সানরাইজার্স হায়দরাবাদের ক্ষেত্রে একটু হলেও আগ্রহ রয়েছে। এখানেও জেনারেশন গোল্ড আর বোল্ডের কথা বলা যেতেই পারে। কেন? আচ্ছা গায়ত্রী রেড্ডির কথা মনে পড়ে? কাব্যা মারানের গ্ল্যামারের মাঝেও জেনারেশন গোল্ড কি বলা যায় গায়ত্রীকে?
মালিকানা বদলের সঙ্গে গ্যালারির মুখও বদলে গিয়েছে। গায়ত্রীর জায়গায় এখন কাব্য়া মারান। গ্ল্যামার গার্ল। গায়ত্রী যদি জেনারেশন গোল্ড হন, কাব্যা নিঃসন্দেহে জেনারেশন বোল্ড।
Published on: Mar 31, 2025 07:47 PM