Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat-Dhoni-Rohit, IPL: ধোনি-বিরাট-রোহিতের আয়ের কতটা খরচ হয় তাঁদের 'তিন কন্যা'-র পড়াশুনায়?

Virat-Dhoni-Rohit, IPL: ধোনি-বিরাট-রোহিতের আয়ের কতটা খরচ হয় তাঁদের ‘তিন কন্যা’-র পড়াশুনায়?

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Mar 31, 2025 | 7:39 PM

Indian Cricket: বিরাট-রোহিত-ধোনিরা প্রচুর অর্থ উপার্জন করেন। অনেকেই যেমন এই খোঁজ রাখেন, পাশাপাশি ক্রিকেট প্রেমীদের আগ্রহ তাঁদের সন্তানদের নিয়েও। কোন স্কুলে পড়ে এই ত্রয়ী তারকার তিন কন্যা?

বেলা, রানি আর মীরা… এই হল রবীন্দ্রনাথ ঠাকুরের তিন-কন্যা। ১৯৬১ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবর্ষকে কেন্দ্র করে কবিগুরুর তিনটি ছোটগল্পকে বেছে নিয়ে সত্যজিৎ রায় তৈরি করেছিলেন ‘তিন কন্যা’। এই তিন কন্যা সম্পর্কে অনেকেই জানেন। আজ আপনাদের শোনাব ভারতীয় ক্রিকেটের তিন অন্যতম স্তম্ভের তিন কন্যার কাহিনি। টিম ইন্ডিয়ার তিন স্তম্ভ শুনলেই নানা নাম অনেকের মনে ভেসে আসতে পারে। খুব অতীতে যেতে হবে না। কারণ, আজ শোনাব মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা ও বিরাট কোহলির ‘লাডলি’র কথা। এই ত্রয়ীই গর্বিত বাবা। তিনজনেরই প্রথম সন্তান মেয়ে। রোহিত ও বিরাটের একটি করে পুত্রসন্তানও রয়েছে। তবে ধোনির নয়ণের মণি তাঁর একমাত্র মেয়ে। বিরাট-রোহিত-ধোনিরা প্রচুর অর্থ উপার্জন করেন। অনেকেই যেমন এই খোঁজ রাখেন, পাশাপাশি ক্রিকেট প্রেমীদের আগ্রহ তাঁদের সন্তানদের নিয়েও। কোন স্কুলে পড়ে এই ত্রয়ী তারকার তিন কন্যা? তার জন্য কত খরচ হয়? আসুন জেনে নেওয়া যাক।

Published on: Mar 31, 2025 07:34 PM