IPL Match Ticket: আইপিএলের ম্যাচ টিকিটে কত টাকা কর দেন আপনি, জানেন কি?
Indian Premier League: আইপিএলের ম্যাচের টিকিটের দামের উপর দুই ধরণের কর বসে। প্রথমটা হল বিনোদন কর। তার উপর বসে জিএসটি। আর এই দ্বৈত করের চাপে প্রায় ৭১ শতাংশ দাম বেড়ে যায় একটি ম্যাচ টিকিটের।
আচ্ছা, কখনও মাঠে গিয়ে আইপিএলের কোনও ম্যাচ দেখেছেন? জানেন ঠিক কত টাকা কর দিয়েছেন আপনি? আইপিএলের ম্যাচের টিকিটের দামের উপর দুই ধরণের কর বসে। প্রথমটা হল বিনোদন কর। তার উপর বসে জিএসটি। আর এই দ্বৈত করের চাপে প্রায় ৭১ শতাংশ দাম বেড়ে যায় একটি ম্যাচ টিকিটের।
কর সংক্রান্ত সমস্যার সমাধানকারী efiletax নামের একটি সংস্থা তাদের এক্স হ্যান্ডেল থেকে আইপিএলের চেন্নাই বনাম বেঙ্গালুরু ম্যাচের একটি টিকিটের ছবি পোস্ট করেছে। যে টিকিটের মূল্য ৪ হাজার টাকা। যদিও টিকিটের মধ্যে ভেঙে দেখানো হয়েছে কোন খাতে কত টাকা কর নেওয়া হচ্ছে।
ওই পোস্টে দেখানো আইপিএলের ম্যাচ টিকিট অনুযায়ী টিকিটের বেসিক মূল্য ২ হাজার ৩৪৩ টাকা ৭৫ পয়সা। এর উপর যোগ হয়েছে ২৫ শতাংশ বিনোদন কর। যার অর্থমূল্য ৭৮১ টাকা ২৫ পয়সা। আর তার উপর যোগ হচ্ছে ২৮ শতাংশ জিএসটি। অর্থাৎ, জিএসটি বসার আগে টিকিটের দাম হয়েছে ৩ হাজার ১২৫ টাকা। এবার ওই ৩ হাজার ১২৫ টাকার উপর যোগ হচ্ছে ২৮ শতাংশ জিএসটি। এর মধ্যে ১৪ শতাংশ কেন্দ্রীয় জিএসটি। যার অর্থমূল্য ৪৩৭ টাকা ৫০ পয়সা। বাকি ১৪ শতাংশ রাজ্যের জিএসটি। আর সম মিলিয়ে টিকিটের দাম দাঁড়াচ্ছে ৪ হাজার টাকা।

হাতে বিরাট অর্ডার বুক, আপনাকে মালামাল করতে পারে এই সব শেয়ার!

স্মলক্যাপে বাজি হতে পারে এই সেক্টরগুলোই!

জ্যাম কাটিয়ে বাসের চেয়েও কম খরচে বাইকে চেপে অফিস, সময় বাঁচাবে EV!

সরকারি বেশ কয়েকটি ব্যাঙ্কের শেয়ার ধাক্কা খেলেও আজ উঠেছে পিএসইউ ব্যাঙ্ক
