Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Share Market Today: দালাল স্ট্রিটে কাটছে না ‘ট্রাম্পের ভয়’, ছুটি কাটিয়ে বাজার খুলতেই ধপাস করে পড়ল সেনসেক্স

Share Market Today: অবশ্য, এই পতনের অনুমান আগেই করেছিলেন বিশেষজ্ঞরা। ইদের ছুটি কাটিয়ে মঙ্গলবার দালাল স্ট্রিটে হাঁটা-চলা বাড়তেই মাথা ঝোঁকালো শেয়ার বাজার।

Share Market Today: দালাল স্ট্রিটে কাটছে না 'ট্রাম্পের ভয়', ছুটি কাটিয়ে বাজার খুলতেই ধপাস করে পড়ল সেনসেক্স
প্রতীকী ছবি
Follow Us:
| Updated on: Apr 01, 2025 | 1:01 PM

কলকাতা: ‘অমঙ্গল’ যেন পিছু ছাড়েনা। মঙ্গলবার বাজার খুলতেই ধপাস করে পড়ল সেনসেক্স। অবশ্য, এই পতনের অনুমান আগেই করেছিলেন বিশেষজ্ঞরা। ইদের ছুটি কাটিয়ে মঙ্গলবার দালাল স্ট্রিটে হাঁটা-চলা বাড়তেই মাথা ঝোঁকালো শেয়ার বাজার।

এদিন দুপুর ১২টা পর্যন্ত ৭৭ হাজার ৩৪৮ পয়েন্ট থেকে ১ হাজার ১৭৫ পয়েন্ট পড়ে ৭৬ হাজার ১০৪ পয়েন্টে এসে দাঁড়াল সেনসেক্স। একই ভাবে পড়েছে নিফটি ৫০। দুপুর ১২টা পর্যন্ত নিফটির পতন হয়েছে ৩২৪ পয়েন্ট। বাজার খুলে থেকেই ধুঁকতে শুরু করেছে তথ্য প্রযুক্তি সেক্টরের শেয়ারগুলি। নিফটি আইটি (Nifty IT) ইনডেক্সের সঙ্গে তাল মিলিয়ে ২ শতাংশের অধিক দর পড়েছে ইনফোসিস ও টাটা কনসালটেন্সি সার্ভিসের শেয়ারের।

ফাঁড়া কাটছে না শেয়ার বাজারের

ভারতের বাজারে ট্রাম্পের ‘ট্যারিফ ফাঁড়া’। যে ভয় এতদিন কানাডা, চিনের মতো দেশগুলিকে দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই ভয় এবার ‘বন্ধু’ রাষ্ট্র ভারতকেও দেখাতে ছাড়ছেন না তিনি। আগেই জানিয়ে দিয়েছিলেন, কানাডা কিংবা চিনের মতো চড়া শুল্ক না বসালেও, ভারত মার্কিন পণ্যে ঠিক যতটা শুল্ক চাপায়, ততটাই চাপাবে আমেরিকা।

এই শুল্ক যুদ্ধকে থামানোর উপায় ছিল ‘পারস্পারিক শুল্ক’ চুক্তি। কিন্তু সেই নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি দুই দেশ। সূত্রের খবর, ভারতের তৎপরতা দেখালেও, আমেরিকান পণ্যে ঠিক কতটা শুল্ক কাটা হবে, সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও বাকি। এদিকে ট্রাম্পের হাতে যেন ঘটেছে সময়ের অভাব। সম্প্রতি তিনি হুঙ্কার তুলে জানিয়ে দিয়েছেন, এপ্রিল মাসের ২ তারিখ থেকে ভারতের উপর সমান তালে শুল্ক চাপাবে তারা। আর তার আগের দিন অর্থাৎ ১ তারিখ পড়ে গেল বাজার।