ISL 2024-25, Mohun Bagan: জামশেদপুরে আজ কঠিন লড়াই, প্রস্তুত মোহনবাগান
ISL 2024-25, Mohun Bagan VS Jamshedpur FC: সেমি-ফাইনালের প্রথম লেগের ম্যাচে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান ও জামশেদপুর এফসি। লিগ-টেবলে শীর্ষ দল হিসেবে শেষ করেছে মোহনবাগান। শিল্ড চ্যাম্পিয়ন। অন্য দিকে লিগ-টেবলে পঞ্চম স্থানে শেষ করেছিল খালিদ জামিলের জামশেদপুর এফসি।

কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগে ইতিমধ্যেই লিগ-শিল্ড চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। কোচ হোসে মোলিনার পাখির চোখ এখন আইএসএল নকআউট ট্রফি। সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ। মোহনবাগান দ্বিতীয় লেগের ম্যাচ খেলবে ঘরের মাঠে। লিগের ম্যাচেও মুখোমুখি হয়েছিল দুই দল। ঘরের মাছে জিতেছিল মোহনবাগান। অ্যাওয়ে ম্যাচে ১ -১ ব্যবধানে শেষ হয়। তবে লিগের ম্যাচ আর সেমিফাইনালে আকাশ পাতাল ফারাক।
আজ জামশেদপুরের জেআরডি টাটা কমপ্লেক্সে সেমি-ফাইনালের প্রথম লেগের ম্যাচে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান ও জামশেদপুর এফসি। লিগ-টেবলে শীর্ষ দল হিসেবে শেষ করেছে মোহনবাগান। শিল্ড চ্যাম্পিয়ন। অন্য দিকে লিগ-টেবলে পঞ্চম স্থানে শেষ করেছিল খালিদ জামিলের জামশেদপুর এফসি। প্লে-অফে নর্থইস্টের ঘরের মাঠে ২-০ গোলে জয় পেয়ে সেমিফাইনালে যোগ্যতা অর্জন করে ইস্পাত নগরীর দল।
এই ম্যাচ মোহনবাগান সুপার জায়ান্টসের গ্রেগ স্টুয়ার্টের জন্য স্পেশাল। নিজের পুরোনো দলের বিরুদ্ধে খেলতে নামছেন। প্রতিপক্ষকে নিয়ে গ্রেগ স্টুয়ার্ট বলেছেন, “আমি লিগ শিল্ড জিতলেও সেমিফাইনালে কখনও জিততে পারিনি। এবার নতুন সুযোগ। মোহনবাগানের হয়ে নকআউট কাপ জিততে মুখিয়ে রয়েছি। মুম্বই ছাড়া কোনও দল লিগ শিল্ড ও নকআউট ট্রফি একসঙ্গে জেতেনি। আশা করি, মোহনবাগান সেটা করে দেখাতে পারবে।”
প্রথমত অ্যাওয়ে ম্যাচ, দ্বিতীয়ত প্রতিপক্ষ টিমের কোচ খালিদ জামিল। ভারতীয় ফুটবলে অন্যতম সেরা কোচ মানা হয় খালিদকে। তাঁর স্ট্র্যাটেজিকেও টেক্কা দিতে হবে। এর জন্য প্রস্তুত মোহনবাগান কোচ হোসে মোলিনাও। অতীতে আইএসএল জয়ের অভিজ্ঞতা রয়েছে। এ বার তিনটি ম্যাচ দুর্দান্ত পারফর্ম করতে পারলে, ফের ট্রফি তোলার সুযোগ।
জামশেদপুর এফসি বনাম মোহনবাগান, টেলিভিশনে স্টার স্পোর্টস ৩ এবং জিওহটস্টার অ্যাপে দেখা যাবে।





