AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Election Commission: বাংলায় ভোটের আগে একাধিক বিষয় নিয়ে বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন

Election Commission: বাংলায় ভোটের আগে একাধিক বিষয় নিয়ে বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন

Sayanta Bhattacharya

| Edited By: জয়দীপ দাস

Updated on: Dec 24, 2025 | 4:46 PM

Share

Election Commission of India: সূত্রের খবর, আগামী ৫ জানুয়ারি দিল্লিতে হবে সেই বৈঠক। দিল্লির সেই বৈঠকে থাকবেন বাংলার সিইও। কেন্দ্রীয় বাহিনী সহ একাধিক বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে। ভোটের আগে বেআইনি কারবার, লেনদেন, পাচার রুখতেও আলোচনা হতে পারে।

কলকাতা: নজরে ছাব্বিশের নির্বাচন। নতুন বছরের শুরুতেই বড় বৈঠকে কমিশন। এসআইআর পর্বের মাঝেই বড় বৈঠকে বসছে জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, আগামী ৫ জানুয়ারি দিল্লিতে হবে সেই বৈঠক। দিল্লির সেই বৈঠকে থাকবেন বাংলার সিইও। কেন্দ্রীয় বাহিনী সহ একাধিক বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে। ভোটের আগে বেআইনি কারবার, লেনদেন, পাচার রুখতেও আলোচনা হতে পারে। এগুলি ঠেকাতে কোন কোন পদক্ষেপ করা যেতে পারে তা নিয়ে বিশদে আলোচনা হতে পারে বলে খবর। একইসঙ্গে কোন পদ্ধতিতে নির্বাচন হবে, কতটা কড়া সুরক্ষা বিধি থাকবে এই বিষয়গুলিও এই উচ্চপর্যায়ের বৈঠকে উঠে আসতে পারে বলে জানা যাচ্ছে।