Pakistan-Bangladesh: পাকিস্তানের সঙ্গে চুক্তি কবে? তা নিয়ে ঝগড়া বাংলাদেশেরই দুই শীর্ষ নেতার
Bangladesh: চুক্তিতে থাকতে পারে তিনটি বিষয়। প্রথমত, একে অন্যের দেশে ঘাঁটি তৈরি করবে। দ্বিতীয়, একে অন্যের অস্ত্রশস্ত্র ব্যবহার করবে। তৃতীয়ত, বাংলাদেশকে উন্নত অস্ত্র ও যুদ্ধবিমান ভাড়া দেবে পাকিস্তান। একইসঙ্গে এক দেশ আক্রন্ত হলে অন্য দেশ তার পাশে থাকবে বলেও একটা ঘোষণাও হতে পারে বলে জানা যাচ্ছে।
সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তির ধাঁচে বাংলাদেশ-পাকিস্তান প্রতিরক্ষা সমঝোতা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে বলে খবর। কিন্তু কবে তা বাস্তবের মুখ দেখবে? সূত্রের খবর, এ নিয়েই নাকি ঝগড়া লেগে গিয়েছে বাংলাদেশের শীর্ষ দুই নেতার। একজন অন্তবর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস, অন্যজন বিএনপি নেতা তারেক রহমান। চুক্তিতে থাকতে পারে তিনটি বিষয়। প্রথমত, একে অন্যের দেশে ঘাঁটি তৈরি করবে। দ্বিতীয়, একে অন্যের অস্ত্রশস্ত্র ব্যবহার করবে। তৃতীয়ত, বাংলাদেশকে উন্নত অস্ত্র ও যুদ্ধবিমান ভাড়া দেবে পাকিস্তান। একইসঙ্গে এক দেশ আক্রন্ত হলে অন্য দেশ তার পাশে থাকবে বলেও একটা ঘোষণাও হতে পারে বলে জানা যাচ্ছে।
Published on: Dec 24, 2025 04:32 PM

