AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Real Rahman Dakait: মাকে কুপিয়ে খুন, ফুটবল খেলত কাটা মুণ্ড নিয়ে! চিনে নিন বাস্তবের রহমান ডাকাইতকে

Dhurandhar Rahman Dakait: রহমানের বিরুদ্ধে সবথেকে ভয়ঙ্কর অভিযোগ ছিল যে সে তাঁর মাকে খুন করেছিল, তাও আবার ১৫ বছর বয়সে। তখন থেকেই গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয় এবং অপরাধ জগতে পরিচিত হয়ে ওঠে রহমান। তাঁর নৃশংস খুন করার পদ্ধতি থেকেই নাম হয় ডাকাইত। 

Real Rahman Dakait: মাকে কুপিয়ে খুন, ফুটবল খেলত কাটা মুণ্ড নিয়ে! চিনে নিন বাস্তবের রহমান ডাকাইতকে
রহমান ডাকাইত- রিল বনাম রিয়েল।
| Updated on: Dec 24, 2025 | 6:17 PM
Share

ইসলামাবাদ: ২০২৫ সালে বক্সঅফিসে সবথেকে হিট সিনেমা ‘ধুরন্ধর’। হিরো রণবীরের অভিনয় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে, তবে তার থেকেও বেশি জনপ্রিয়তা পেয়েছে অক্ষয় খান্নার রোল রহমান ডাকাত বা রহমান ডাকাইত। আসল রহমান ডাকাইত কে ছিলেন জানেন? সিনেমার থেকেও বেশি ভয়ঙ্কর ছিলেন বালোচের এই কুখ্যাত গ্যাংস্টার।

১৯৮০ সালে মহম্মদ ও খাদিজা বিবির ঘরে জন্ম নেয় রহমান। তাঁর বাবা মাদক পাচারকারী ছিল। সেই কারণে অল্প বয়স থেকেই অপরাধ জগতের সঙ্গে পরিচিত হয়ে গিয়েছিল রহমান। মাত্র ১৩ বছর বয়সে সে এক ব্যক্তিকে কুপিয়ে খুন করে।

রহমানের বিরুদ্ধে সবথেকে ভয়ঙ্কর অভিযোগ ছিল যে সে তাঁর মাকে খুন করেছিল, তাও আবার ১৫ বছর বয়সে। তখন থেকেই গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয় এবং অপরাধ জগতে পরিচিত হয়ে ওঠে রহমান। তাঁর নৃশংস খুন করার পদ্ধতি থেকেই নাম হয় ডাকাইত।

৯০-র দশকের শেষদিকে হাজি লালুর গ্যাংয়ে যোগ দেয়। ২০০১ সালে লালু গ্রেফতার হওয়ার পর গ্যাংয়ের নিয়ন্ত্রণ নিজের হাতে নেয় রহমান ডাকাইত। পরের আট বছরে লিয়ারিকে নিজের ঘাঁটি বানিয়ে ফেলে। তাঁর সঙ্গী ছিল খুড়তুতো ভাই উজের বালোচ ও তার সঙ্গী বাবা লাডলা। তারা রহমানের নির্দেশে প্রতিপক্ষদের কাটা মুণ্ড নিয়ে ফুটবল খেলত। অল্প বয়সীদের হাতে কাঁচা টাকা দিয়ে নিজের দলে টানত রহমান ডাকাত। তাদের হাতে কালাসনিকভ দিয়ে নির্দেশ দিত এলাকা টহল দেওয়ার।

২১ বছরের মধ্যে অপরাধ জগতের সবথেকে ভয়ের নাম হয়ে ওঠে রহমান ডাকাইত। তোলাবাজি, অপহরণ, মাদক পাচার ও বেআইনি অস্ত্র পাচার করত রহমান। পাকিস্তান পিপলস পার্টির সঙ্গে যোগ ছিল রহমানের। শোনা যায়, প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর সঙ্গেও যোগ ছিল রহমান ডাকাতের।

তবে ২০০৮ সালে নিজের পরিচয় বদল করার চেষ্টা করে রহমান ডাকাত। নিজের নাম থেকে ডাকাত তকমা সরিয়ে আসল নাম আব্দুল রহমান বালোচ ব্যবহার করতে শুরু করে। নির্বাচনে লড়ার ইচ্ছা ছিল রহমানের।  ২০০৯ সালের অগস্ট মাসে পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয় রহমানের।