তৃণমূল করতেন, চাকরিও পেয়েছিলেন, হঠাৎ মুজকেরা বিবির চাকরি গেল কেন
মুজকেরা বিবি আগে তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন। তাঁর স্বামী স্থানীয় তৃণমূল নেতা। সিভিক ভলান্টিয়ারের চাকরি করতেন মুজকেরা। সব ঠিকই চলছিল। কিন্তু বাধ সাধল একটা সিদ্ধান্ত। গত ২২ ডিসেম্বর হুমায়ুন কবীর নতুন দলের নাম ঘোষণার পরই বৈষ্ণবনগরের প্রার্থী হিসেবে মুজকেরার নাম ঘোষণা করেন ভরতপুরের বিধায়ক। তাঁর নাম হুমায়ুন ঘোষণা করতেই হইচই শুরু হয়ে যায় মালদহে।
মুজকেরা বিবি আগে তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন। তাঁর স্বামী স্থানীয় তৃণমূল নেতা। সিভিক ভলান্টিয়ারের চাকরি করতেন মুজকেরা। সব ঠিকই চলছিল। কিন্তু বাধ সাধল একটা সিদ্ধান্ত।
গত ২২ ডিসেম্বর হুমায়ুন কবীর নতুন দলের নাম ঘোষণার পরই বৈষ্ণবনগরের প্রার্থী হিসেবে মুজকেরার নাম ঘোষণা করেন ভরতপুরের বিধায়ক। তাঁর নাম হুমায়ুন ঘোষণা করতেই হইচই শুরু হয়ে যায় মালদহে। স্বামী কুরবান আনসারিও দাবি করেন, তিনি তৃণমূল ছেড়ে দিয়েছেন। এরপরই মুজকেরাকে সিভিক ভলান্টিয়ারের কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তিনি বলেন, “কালিয়াচক থানায় সিভিকের কাজ করতাম। প্রার্থী হওয়ার পরই বসিয়ে দেওয়া হয়েছে। এমনিতে আমি সিভিকের কাজ করতে চাইছিলাম না। ভালই হয়েছে।”

