Financial Deadlines: ৩১ ডিসেম্বরের আগে এই ৩টি কাজ না সারলে বড় বিপদ?
Personal Finance: আপনার পকেটের স্বাস্থ্যের জন্য ডিসেম্বরের শেষ সাত দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনটি বিষয়ে ৩টে ডেডলাইন কিন্তু আপনার দরজায় কড়া নাড়ছে। অবহেলা করলে জানুয়ারি মাসে পেনাল্টি আর বিভিন্ন সরকারি ওয়েবসাইটে চক্করে কাটতে পারে।

ডিসেম্বরের শেষ সপ্তাহ মানেই উৎসবের মেজাজ। কিন্তু আপনার পকেটের স্বাস্থ্যের জন্য এই সাত দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনটি বিষয়ে ৩টে ডেডলাইন কিন্তু আপনার দরজায় কড়া নাড়ছে। অবহেলা করলে জানুয়ারি মাসে পেনাল্টি আর বিভিন্ন সরকারি ওয়েবসাইটে চক্করে কাটতে পারে।
এনপিএস অ্যালার্ট
আপনি কি এনপিএস-এর ‘স্কিম এ’-তে বিনিয়োগ করেছেন? তাহলে কিন্তু ২৫ ডিসেম্বর শেষ সুযোগ। পিএফআরডিএ এই স্কিমটি বন্ধ করে দিচ্ছে। ফলে, ২৫ ডিসেম্বরের মধ্যে আপনাকে নিজে থেকে স্কিম বদলাতে হবে। না করলে কর্তৃপক্ষ নিজে থেকেই আপনার টাকা অন্য স্কিমে সরিয়ে দেবে। এখনই লগ-ইন করুন এবং আপনার ঝুঁকি অনুযায়ী সিদ্ধান্ত নিন।
আয়কর রিটার্ন
২০২৪-২৫ অর্থবর্ষের জন্য যাঁরা এখনও আয়কর রিটার্ন ফাইল করেননি, তাঁদের কাছে এটাই শেষ সুযোগ। ৩১ ডিসেম্বরের পর আর সংশোধনের সুযোগ থাকবে না। মনে রাখবেন, দেরি করে রিটার্ন ফাইল করলে আপনি মূলধনী ক্ষতির সুবিধা পাবেন না।
প্যান-আধার সংযোগ
হোন যাঁরা ২০২৪-এর ১ অক্টোবরের আগে আধার এনরোলমেন্ট আইডি দিয়ে প্যান কার্ড তৈরি করিয়েছিলেন, তাঁদের জন্য ৩১ ডিসেম্বর আধার নম্বর জানানো বাধ্যতামূলক। এটি না করলে আপনার প্যান কার্ড ‘ইনঅপারেটিভ’ বা নিষ্ক্রিয় হয়ে যেতে পারে।
কেন এই তাড়াহুড়ো?
কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী লোকসভায় জানিয়েছেন, সরকার এখন ডিজিটাল লেনদেনে বেশি জোর দিচ্ছে। এজেন্টদের কমিশন খাতে খরচ গত ১৩ বছরে প্রায় দ্বিগুণ হয়েছে। তাই সরকার চাইছে আপনি নিজেই নিজের বিনিয়োগের নিয়ন্ত্রণ নিন।
আপনার করণীয়:
আজই এনপিএস পোর্টাল চেক করুন। আইটিআর ই-ভেরিফাই হয়েছে কি না দেখে নিন। প্যান-আধার লিঙ্কিং স্ট্যাটাস যাচাই করুন। মনে রাখবেন, আর্থিক শৃঙ্খলা মানে শুধু মুনাফা নয়, সঠিক সময়ে নিয়ম মানাও। এই ডিসেম্বর হোক আপনার আর্থিক স্বচ্ছতার মাস।
