Hardik Pandya, IPL 2025: যা রটে, কিছু তো ঘটে! এই প্রবাদ কি প্রযোজ্য?
Hardik Pandya: শীঘ্রই কি কোনও গুড নিউজ দিতে চলেছেন হার্দিক পান্ডিয়া? কেকেআর ম্যাচের পর সেই জল্পনা আরও জোরালো।
সময়ের সঙ্গে অনেক কিছু বদলায়। হার্দিক পান্ডিয়ার জীবনে এমন অনেক মুহূর্ত এসেছে। সেটা ক্রিকেটীয় দিক হোক আর ব্যক্তিগত। কেরিয়ারে চোট-আঘাত সঙ্গী হয়েছে অনেক বার। আবারও ঘুরে দাঁড়িয়েছেন। তেমনই নানা বিতর্কও সঙ্গী হয়েছিল। একটি টেলিভিশন শো-তে ঠোটকাঁটা মন্তব্যের জেরে চূড়ান্ত বিতর্ক তৈরি হয়েছিল হার্দিক পান্ডিয়াকে নিয়ে। সে অনেক সময় আগের কথা। সেই বিতর্ক কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছিলেন।
কিন্তু ব্যক্তিগত জীবনের ক্ষত কি সেরেছে তাতে? সার্বিয়ান মডেল নাতাশার সঙ্গে বিবাহ বিচ্ছেদ, একলা জীবনে মানিয়ে নিতে সময় লেগেছে। ছেলে অগস্ত্য তাঁর কাছে থাকে। সেটাই বড় ভরসা। মাঠের হতাশা কেটে যায় ছেলের সঙ্গে সময় কাটিয়ে। শীঘ্রই কি কোনও গুড নিউজ দিতে চলেছেন হার্দিক পান্ডিয়া? কেকেআর ম্যাচের পর সেই জল্পনা আরও জোরালো।
মুম্বইতে সূর্যকুমার যাদবের স্ত্রী দেবীশা শেট্টির সঙ্গে দেখা যায় ব্রিটিশ সিঙ্গার জ্যাসমিন ওয়ালিয়াকে। এমনকি ম্যাচ শেষ তাঁদের সঙ্গেই টিম বাসে ওঠেন। আর এর থেকেই জোর গুঞ্জন। ব্যক্তিগত জীবন নিয়েও কি নতুন ইনিংস শুরু করছেন হার্দিক?