Indian Equity Market: আসছে বিদেশি বিনিয়োগ, ৩১ হাজার কোটি টাকা পেয়ে ঘুরে দাঁড়াচ্ছে ভারতের বাজার!
Stock Market: মার্চে ৩ হাজার ৯৭৩ কোটি টাকা তুলে নেওয়া হলেও মার্চের শেষ ৬টি ট্রেডিং সেশনে (২১ মার্চ থেকে ২৮ মার্চ) ভারতের বাজারে ঢুকেছে প্রায় ৩১ হাজার কোটি টাকা।
সেপ্টেম্বরের শেষ থেকে ভারতের বাজারের ক্রমাগত পতনের পর মার্চ মাসে কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছিল দালাল স্ট্রিট। তথ্য বলছে, সেপ্টেম্বর থেকে টানা ভারতের বাজার থেকে টাকা তুলে নিয়েছিল বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ও বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা। এমনকি শুধু মার্চেই ৩ হাজার ৯৭৩ কোটি টাকা ভারতের বাজার থেকে তুলেছে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা।
কিন্তু এটাই শেষ কথা নয়, ফেব্রুয়ারি ও জানুয়ারিতে যথাক্রমে ৩৪ হাজার ৫৭৪ কোটি ও ৭৮ হাজার ২৭ কোটি টাকা ভারতের বাজার থেকে তুলে নিয়েছিল বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা। কিন্তু এর বিপরীতে মার্চে ৩ হাজার ৯৭৩ কোটি টাকা তুলে নেওয়া হলেও মার্চের শেষ ৬টি ট্রেডিং সেশনে (২১ মার্চ থেকে ২৮ মার্চ) ভারতের বাজারে ঢুকেছে প্রায় ৩১ হাজার কোটি টাকা।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।
সরকারি বেশ কয়েকটি ব্যাঙ্কের শেয়ার ধাক্কা খেলেও আজ উঠেছে পিএসইউ ব্যাঙ্ক

ডোনাল্ড ট্রাম্পের সামনে টানা ২৫ ঘণ্টা বক্তৃতা দিলেন ইনি, বাথরুমও যাননি

এভাবে কেউ নিজের স্বামীকে মারে? স্ত্রীর কীর্তি দেখলে শিউরে উঠবেন!

'শেখা উচিত', শুভেন্দুকে সার্টিফিকেট হিরণ্ময় মহারাজের
