Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: মোথাবাড়ি যেতে চেয়ে আদালতে শুভেন্দু, মামলা দায়েরের অনুমতি বিচারপতির

Calcutta High Court: শুভেন্দু জানিয়েছেন, কোনও মিছিল করবেন না তিনি। সেক্ষেত্রে সমস্যা কিংবা কোনও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ার কথাই নয়। তিনি কেবল এক জন নিরাপত্তারক্ষী ও বিধায়ককে নিয়ে যেতে চান।

Calcutta High Court: মোথাবাড়ি যেতে চেয়ে আদালতে শুভেন্দু, মামলা দায়েরের অনুমতি বিচারপতির
আদালতে শুভেন্দুর মোথাবাড়ি মামলাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Apr 01, 2025 | 12:19 PM

কলকাতা: মোথাবাড়ি যেতে চেয়ে আদালতে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার হাইকোর্টে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। শুভেন্দু জানিয়েছেন, একজন নিরাপত্তারক্ষী ও একজন বিধায়ককে নিয়ে তিনি মোথাবাড়ি যেতে চান। চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা।

শুভেন্দু জানিয়েছেন, কোনও মিছিল করবেন না তিনি। সেক্ষেত্রে সমস্যা কিংবা কোনও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ার কথাই নয়। তিনি কেবল এক জন নিরাপত্তারক্ষী ও বিধায়ককে নিয়ে যেতে চান। শুভেন্দুর আবেদনের গোটা বিষয়টি বিবেচনা করবে আদালত।

গত তিন দিন ধরে মালদার মোথাবাড়িতে অশান্তি ও গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় ৬১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে এখনও পর্যন্ত ১৯টি মামলা রুজু করা হয়েছে। শনিবার ভবানী ভবনে রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম বলেন, ‘ঘটনা সামনে আসতেই প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।’

এর আগে মোথাবাড়ি গিয়েছিলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। কিন্তু মোথাবাড়ি ঢোকার আগেই পুলিশি বাধার মুখে পড়েন তিনি। পুলিশের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগও তোলেন সুকান্ত।

গত শুক্রবার কলকাতা হাইকোর্ট জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপারিনটেনডেন্টকে ৩ এপ্রিলের মধ্যে হিংসার বিষয়ে ব্যবস্থা গ্রহণের প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে।