Calcutta HighCourt: রাজ্যের আইনজীবী শীর্ষন্য বন্দ্যোপাধ্যায় জানান, "একটা অংশ এসএমএসের প্রকাশিত হচ্ছে। কিন্তু তার অন্য অংশ প্রকাশিত হয়নি। নিজের কাজে একটা সময় অপরাধ অনুভূতি হয়েছে। সেই কারণে উনি আত্মহত্যা করছে বলে স্ত্রীকে জানান। আমরা FSL-কে সব পাঠিয়েছি।"