Medicine: যৌন ক্ষমতা বর্ধক ওষুধ ঘিরে বাড়ছে সন্দেহ, পরীক্ষা চলছে কলকাতার ল্যাবরেটরিতে
Medicine: গুজরাটের আহমেদাবাদের কাঠওয়াড়া এলাকায় তৈরি হয়েছে এই যৌনতা বর্ধক আয়ুর্বেদিক ক্যাপসুল। অন্যান্য ওষুধ নিয়ে আগেও প্রশ্ন উঠেছে, এবার আয়ুর্বেদিক ওষুধ নিয়েও প্রশ্ন উঠল।

কলকাতা: ভিনরাজ্য় থেকে কলকাতায় আসার আনা হয়েছিল ওষুধ। মান পরীক্ষায় উত্তীর্ণ হতে পারল না। ড্রাগ কন্ট্রোল বোর্ডের সন্দেহের তালিকায় এবার যৌন ক্ষমতাবর্ধক ওষুধও। ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের খবর। ক্যাপসুলগুলির পরীক্ষা চলছে কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরিতে।
EAHC24021 ও EAHC24020 এই দুটি ব্যাচ নম্বরের ওষুধ খতিয়ে দেখছেন ড্রাগ কন্ট্রোল বোর্ডের ইন্সপেক্টররা। এই আয়ুর্বেদিক ওষুধও গুজরাটের আহমেদাবাদে ওষুধ তৈরি হয়েছে। জানা গিয়েছে, বাংলায় যতগুলি আয়ুর্বেদিক ওষুধের দোকান রয়েছে, সেখানে তল্লাশি চালানো হয়েছে।
গুজরাটের আহমেদাবাদের কাঠওয়াড়া এলাকায় তৈরি হয়েছে এই যৌনতা বর্ধক আয়ুর্বেদিক ক্যাপসুল। অন্যান্য ওষুধ নিয়ে আগেও প্রশ্ন উঠেছে, এবার আয়ুর্বেদিক ওষুধ নিয়েও প্রশ্ন উঠল। চিকিৎসকরা বলছে, কিছু কিছু ওষুধ সংস্থা দাবি করে যে ওষুধ খেলে যৌন ক্ষমতা বেড়ে যাবে। বাস্তবে দেখা যায়, অনেক ওষুধই কাজ করে না। মানসিক সমস্যার কারণে এমনটা হয় বলেও দাবি করা হয়েছে।
এছাড়াও ফিনাইলের কয়েকশ বাক্স ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখা গিয়েছে ওই সব ফিনাইলে জীবাণুমুক্ত করার উপাদানই নেই। ড্রাগ কন্ট্রোল বোর্ড আপাতত খুঁজছে কোথায় সেই সব ফিনাইল বিক্রি হচ্ছে। এই ফিনাইলের নির্মাণ কারখানা ওড়িশার ঝাড়সুখদা জেলার বেঙ্গলি পাড়ায়।





