Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Share Market News: আজ ফের পড়ল ভারতের বাজার, ২১৩ পয়েন্ট বাড়ল ব্যাঙ্কের সূচক!

Nifty 50-Sensex: সামান্য পড়ল ভারতের দুই বেঞ্চমার্ক সূচক নিফটি ৫০ ও সেনসেক্স। ৭২ পয়েন্ট পড়েছে নিফটি ৫০ ও ১৯১ পয়েন্ট পড়েছে সেনসেক্স।

Share Market News: আজ ফের পড়ল ভারতের বাজার, ২১৩ পয়েন্ট বাড়ল ব্যাঙ্কের সূচক!
Image Credit source: DALL·E/ChatGPT
Follow Us:
| Updated on: Mar 28, 2025 | 5:24 PM

eআজ ২৮ মার্চ, সামান্য পড়ল ভারতের দুই বেঞ্চমার্ক সূচক নিফটি ৫০ ও সেনসেক্স। ৭২ পয়েন্ট পড়েছে নিফটি ৫০ ও ১৯১ পয়েন্ট পড়েছে সেনসেক্স।

যদিও আজ ৬৩ পয়েন্ট বেড়েছে ফিন-নিফটি। ৩০ পয়েন্ট বেড়েছে নিফটি মিডক্যাপ সিলেক্ট। ২১৩ পয়েন্ট বেড়েছে বিএসই ব্যাঙ্কেক্স। ৩১৩ পয়েন্ট বেড়েছে নিফটি এফএমসিজি সূচক।

আজ ভারতের দুই বেঞ্চমার্ক সূচকের সঙ্গে পড়েছে জাপানি সূচক নিক্কেই ও চিনা সূচক হ্যাংসেং। এ ছাড়াও ৬৬২ পয়েন্ট পড়েছে নিফটি আইটি সূচক। ৩৯৯ পয়েন্ট পড়েছে নিফটি নেক্সট ৫০ সূচক।

আজ বাড়ল যারা:

আজ আপার সার্কিট হিট করেছে সার্থক মেটালস ও জেনেরিক ইঞ্জিনিয়ারিং। এ ছাড়াও আজ বেড়েছে বিএসই, পঞ্জাব কেমিক্যালস অ্যান্ড কর্প প্রোটেকশন, পাওয়ার মেখ প্রজেক্টসের শেয়ারের দাম।

আজ পড়ল যারা:

আজ পড়েছে রুচি ইনফ্রাস্ট্রাকচার, অ্যাজিস লজিস্টিক্স, একেজি এক্সিম, অ্যারে ড্রাগস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস, গারওয়্যার টেকনিক্যাল ফাইবারসের শেয়ারের দাম।

বাজারের টুকরো খবর:

* আজ শেয়ার প্রতি ৯৩ টাকা ডিভিডেন্ড দিয়েছে টিভিএস হোল্ডিংস। * শেয়ার প্রতি ১৭ টাকা ৭৫ পয়োসা ডিভিডেন্ড দিয়েছে কামা হোল্ডিংস। * শেয়ার প্রতি ৫ টাকা ডিভিডেন্ড দিয়েছে ম্যাট্রিমনি ডট কম। * আজ ১:১ অনুপাতে বোনাস দিয়েছে কেবিসি গ্লোবাল। * আজ ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ছুঁয়েছে এসবিআই কার্ডস, শ্রী সিমেন্টস, চম্বল ফার্টিলাইজার্স ও আভাস ফাইন্যান্সার্স, জেকে সিমেন্ট ও নবীন ফ্লুরিন ইন্টারন্যাশনাল। * অন্যদিকে আজ ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ছুঁয়ে ফেলেছে হ্যাপিয়েস্ট মাইন্ডস, সোনা বিএলডব্লিউ প্রেসিশন ফোর্জিংস, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক ও টিভিএস সাপ্লাই চেন সলিউশন।

*২৮ মার্চ বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।