AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh: দীপুর পর অমৃত, কেন বাংলাদেশে খুন হচ্ছে হিন্দুরা?

Bangladesh: দীপুর পর অমৃত, কেন বাংলাদেশে খুন হচ্ছে হিন্দুরা?

ঈপ্সা চ্যাটার্জী

|

Updated on: Dec 26, 2025 | 1:47 PM

Share

Bangladesh Update: নিহত অমৃত মণ্ডল ওরফে সম্রাটের বিরুদ্ধে তোলাবাজি ও সন্ত্রাস ছড়ানোর অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। পুলিশের অনুমান, সেই ক্ষোভ থেকেই হামলা চালানো হয়েছে সম্রাটের উপর। বুধবার রাতেও নাকি অমৃত তাঁর দলবল নিয়ে তোলবাজিতে বেরিয়ে ছিলেন।

বাংলাদেশে সংখ্য়ালঘুদের উপরে অত্যাচার আর থামছে না। আবারও সংখ্যালঘু হিন্দুকে হত্যা করা হল নৃশংসভাব্। ময়মনসিংহের দীপু চন্দ্র দাসের পর এবার রাজবাড়ী জেলার অমৃত মণ্ডলকে খুন করা হল। বুধবার রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ এই ঘটনাটি ঘটেছে। কিন্তু কেন গণপিটুনি?

বাংলাদেশের সংবাদমাধ্য়ম সময় টিভি-র একটি প্রতিবেদন অনুযায়ী, নিহত অমৃত মণ্ডল ওরফে সম্রাটের বিরুদ্ধে তোলাবাজি ও সন্ত্রাস ছড়ানোর অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। পুলিশের অনুমান, সেই ক্ষোভ থেকেই হামলা চালানো হয়েছে সম্রাটের উপর। বুধবার রাতেও নাকি অমৃত তাঁর দলবল নিয়ে তোলবাজিতে বেরিয়ে ছিলেন। সেই সময়  বিবাদ বাঁধে, পালিয়ে যায় সম্রাটের দলবল। তারপরই গণপিটুনি দেওয়া হয় অমৃত ওরফে সম্রাটকে। পাংশা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।