Vaastu Tips for Money: বাড়িতে বসে বসেই হবেন কোটিপতি! মানিপ্ল্যান্টের দ্বিগুণ গতিতে টাকা আকর্ষণ করে এই গাছ
Vaastu Tips for Money: ছোটবেলায় বইতে পড়া লজ্জাবতী গাছের কথা মনে আছে? হাত দিলেই আবার পাতাগুলো কুঁকড়ে যায় সঙ্গে সঙ্গে। স্পর্শকাতর গাছ বলে হয় এমনটা।

বাস্তু শাস্ত্র মতে এমন কিছু গাছ আছে যা বাড়িতে বা ঘরের কোণে রাখলে ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে। আবার কিছু গাছ আছে যা ধন সম্পত্তিকে আকর্ষণ করে। সকলে হয়তো এই কথা শুনেই প্রথমে বলবেন মানি প্ল্যান্টের কথা। তবে না আজ বলব এক অন্য গাছের কথা। যা বাড়িতে রাখলে, মানি প্ল্যান্টের থেকেও দ্বিগুণ গতিতে আকর্ষণ করে টাকা।
ছোটবেলায় বইতে পড়া লজ্জাবতী গাছের কথা মনে আছে? হাত দিলেই আবার পাতাগুলো কুঁকড়ে যায় সঙ্গে সঙ্গে। স্পর্শকাতর গাছ বলে হয় এমনটা। কিন্তু আপনি কি জানেন, এই লজ্জাবতী গাছ আপনাকে করে দিতে পারে ধব কুবের। কী ভাবে সেটাই ভাবছেন তো?
তাহলে জেনে রাখুন, এই গাছের সঙ্গে জড়িয়ে আছে শনিদেবের নামও। বিশ্বাস বাড়িতে শমী বা লজ্জাবতী গাছ থাকলে শনিদেব স্বয়ং আশীর্বাদ বর্ষণ করেন। ধনসম্পদের পাহাড়ে বসে থাকেন পরিবারের সদস্যরা। বাস্তুশাস্ত্রে শমীকে অত্যন্ত শুভ গাছ বলে মনে করা হয়। মনে করা হয়, যে বাড়িতে শমী গাছ বা চারা গাছ থাকে , তাদের কখনও অর্থ ও অন্নের অভাব ঘটে না। উন্নতির শিখরে থাকেন সকলে। সম্মান ও সুনাম রটে চারিদিকে।
এই গাছ লাগালে ভাগ্যের পরিবর্তন হয়। শনির কৃপা একজন দরিদ্র ব্যক্তিও কোটিপতি হয়ে থাকেন। আবার শনির কুদৃষ্টিতে একজন ধনকুবেরও কাঙালে পরিণত হতে পারেন। তাই শনির আশীর্বাদ পেতে বাড়িতে শমী গাছ লাগানো খুব দরকার।
যে রাশির জাতকদের উপর শনিরা সাড়ে সাতি বা ধাইয়ার দশা প্রভাব রয়েছে, সেই সব জাতকদের বাড়িতে অবশ্যই শমীগাছ পুঁততে পারেন। শনিবার শমীর চারা গাছ লাগাতে পারেন।
কোথায় লাগাবেন?
ঘরে শমী গাছ রাখার সবচেয়ে উপযুক্ত জায়গা হল বাড়ির প্রধান দরজা বা প্রবেশ দ্বার। শমীগাছ এমনভাবে লাগাতে হবে, যাতে বাড়ি থেকে বের হওয়ার সময় এই গাছটি আপনার ডান পাশে থাকে। বাড়ির ছাদে, বারান্দায়, বাড়ির দক্ষিণদিকে, পূর্ব বা উত্তর-পূর্ব কোণেও শমী গাছ লাগানো যেতে পারে। প্রতিদিন শমীগাছের পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সন্ধ্যের সময় শমী গাছের কাছে সরিষের তেলের প্রদীপ জ্বালিয়ে পুজো করতে পারেন।





