AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Unclaimed Money: ৭৮ হাজার কোটি টাকা দিয়ে দিতে চায় সরকার, নেওয়ার লোক নেই!

Banking News: চলতি বছরের অক্টোবর মাসে কেন্দ্রীয় সরকারের তরফে 'ইউর মানি, ইউর রাইট' অভিযান শুরু করা হয়। ব্যাঙ্ক, ইন্সুরেন্স, মিউচুয়াল ফান্ড, ডিভিডেন্ড, শেয়ার ও অবসর তহবিলে যে দাবিহীন টাকা পড়েছিল, তা ফেরানোর কাজ শুরু হয়। গ্রাহকদের নিজেদের টাকা তুলে নিতে সাহায্য করা হচ্ছে। 

Unclaimed Money: ৭৮ হাজার কোটি টাকা দিয়ে দিতে চায় সরকার, নেওয়ার লোক নেই!
প্রতীকী চিত্র।Image Credit: David Talukdar/Moment/Getty Images
| Updated on: Dec 27, 2025 | 11:17 AM
Share

নয়া দিল্লি: বছরের পর বছর ধরে ব্যাঙ্কে পড়েছিল টাকা। সরকারের উদ্যোগে সেই টাকা ফিরিয়ে দেওয়া হল তাদের বৈধ মালিকদের কাছে। টাকার অঙ্কটা খুব একটা কম নয়, প্রায় দুই হাজার কোটি টাকা ফেরত দেওয়া হল। কেন্দ্রীয় সরকারের ইউর মানি, ইউর রাইট (Your Money, Your Right) অভিযানের অধীনেই এই টাকা ফেরানো হয়েছে। 

চলতি বছরের অক্টোবর মাসে কেন্দ্রীয় সরকারের তরফে ‘ইউর মানি, ইউর রাইট’ অভিযান শুরু করা হয়। ব্যাঙ্ক, ইন্সুরেন্স, মিউচুয়াল ফান্ড, ডিভিডেন্ড, শেয়ার ও অবসর তহবিলে যে দাবিহীন টাকা পড়েছিল, তা ফেরানোর কাজ শুরু হয়। গ্রাহকদের নিজেদের টাকা তুলে নিতে সাহায্য করা হচ্ছে।

অনেক সময়ই বাড়ি বদল, পুরনো রেকর্ড, নথি না থাকা বা জমা টাকা সম্পর্কে অবগত না থাকার কারণে টাকা ব্যাঙ্ক বা অন্য আর্থিক প্রতিষ্ঠানে জমা পড়ে রয়েছে বছরের পর বছর ধরে। কেন্দ্রীয় সূত্রে খবর, দেশের ব্যাঙ্কগুলিতে প্রায় ৭৮ হাজার কোটি টাকা পড়ে রয়েছে, যার কোনও দাবিদার নেই। সেভিং অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট, যা ১০ বছরেরও বেশি সময় ধরে নিষ্ক্রিয় হয়ে রয়েছে, সেগুলিই আনক্লেমড অ্যামাউন্ট হয়ে পড়ে রয়েছে।

এছাড়াও প্রায় ১৪ হাজার কোটি টাকার আনক্লেমড ইন্সুরেন্স পলিসি পড়ে রয়েছে। মিউচুয়াল ফান্ডে প্রায় ৩ হাজার কোটি টাকা পড়ে রয়েছে, যার দাবিদার পাওয়া যাচ্ছে না। এই টাকার বৈধ মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্যই কেন্দ্রের তরফে এই কর্মসূচি শুরু করা হয়েছে।