AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PNB Fraud: ২৪৩৪ কোটি টাকার প্রতারণা Punjab National Bank-এ! ঠিক কী হয়েছে?

PNB Loan Fraud: জানা গিয়েছে, এসআরইআই (SREI) ইকুইপমেন্ট ফিন্যান্স লিমিটেডকে ১২৪০.৯৪ কোটি টাকা এবং এসআরইআই ইনফ্রাস্টাকচার ফিন্যান্স লিমিটেডকে ১১৯৩.০৬ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছিল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের নয়া দিল্লির শাখা থেকে।

PNB Fraud: ২৪৩৪ কোটি টাকার প্রতারণা Punjab National Bank-এ! ঠিক কী হয়েছে?
ফাইল চিত্র।Image Credit: Debarchan Chatterjee/NurPhoto via Getty Images
| Updated on: Dec 27, 2025 | 9:44 AM
Share

নয়া দিল্লি: দেশের অন্যতম বড় রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে বিরাট প্রতারণা। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ২৪০০ কোটি টাকারও বেশি অঙ্কের ঋণ প্রতারণা হয়েছে। ব্যাঙ্কের তরফেই এই তথ্য জানানো হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের কাছে। দুটি কোম্পানির প্রোমোটাররা এই বিপুল অঙ্কের জালিয়াতি করেছে বলেই জানা গিয়েছে।

জানা গিয়েছে, এসআরইআই (SREI) ইকুইপমেন্ট ফিন্যান্স লিমিটেডকে ১২৪০.৯৪ কোটি টাকা এবং এসআরইআই ইনফ্রাস্টাকচার ফিন্যান্স লিমিটেডকে ১১৯৩.০৬ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছিল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের নয়া দিল্লির শাখা থেকে। ব্যাঙ্কের তরফে এই বিপুল অঙ্কের অর্থকে বরোয়াল ফ্রড (borrowal fraud) বলেই উল্লেখ করা হয়েছে। ব্যাঙ্কিং পরিভাষায়, যখন কোনও গ্রাহক ভুয়ো তথ্য দেয় বা প্রতারণার উদ্দেশে টাকা স্থানান্তরিত করে, তখন এই শব্দবন্ধটি ব্যবহার করা হয়।   

পিএনবি জানিয়েছে, বকেয়া অর্থের সম্পূর্ণ পরিমাণের জন্য তারা পূর্ণ প্রভিশন করেছে, এ কথা স্টক এক্সচেঞ্জে দেওয়া এক ফাইলিংয়ে উল্লেখ করা হয়েছে। এছাড়া জানানো হয়েছে যে জাতীয় কোম্পানি আইন ট্রাইব্যুনাল (NCLT)-এর অধীনে কর্পোরেট ইনসলভেন্সি রেজোলিউশন প্রক্রিয়ার (CIRP) মাধ্যমে উভয় কোম্পানির সমস্যার সফলভাবে নিষ্পত্তি করা হয়েছে

১৯৮৯ সালে এসআরইআই ইনফ্রাস্টাকচার ফিন্যান্স কোম্পানি শুরু হয়। ২০২৩ সালে এই সংস্থা স্বীকৃতি পায়। ২০২১ সালে আরবিআই এই সংস্থাগুলির বিরুদ্ধে দেউলিয়া প্রক্রিয়া শুরু করেছে। কেন্দ্রীয় ব্যাঙ্ক এই দুই কোম্পানির বোর্ড স্থগিত করে দেয়। প্রায় ২৮ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে এই দুই সংস্থার।