Singer James Concert Attacked: সংস্কৃতির ঠাঁই নেই ইউনূসের বাংলাদেশে? জেমসের শোয়ে হামলা, ইট-পাথর ছুঁড়ল দুষ্কৃতীরা!
Bangladesh Update: একদল মানুষ জেমসের অনুষ্ঠান দেখার জন্য স্কুলের ভিতরে ঢোকার চেষ্টা করছিল। বাধা দিতেই ইট পাথর ছুঁড়তে শুরু করে। এরপর হামলাকারীরা ঢুকে সোজা জেমসের স্টেজ দখল করার চেষ্টা করে, এমনটাই দাবি আয়োজকদের।

ঢাকা: শুধু ভারতীয় নয়, এবার বাংলাদেশি শিল্পীরাও হামলার মুখে। নতুন বাংলাদেশে শিল্প-সংস্কৃতির কোনও জায়গা নেই। চলছে শুধু মৌলবাদীদের তাণ্ডব। এবার হামলা বাংলাদেশের রকস্টার জেমসের অনুষ্ঠানে। শুক্রবার বাংলাদেশের ফরিদপুর জেলা বিদ্যালয়ের ১৮৫ তম বর্ষপূর্তির অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়েছিলেন জেমস ও তাঁর ব্যান্ড। সেখানে হঠাৎ হামলা চালায় কিছুজন। ছোড়া হয় পাথর। আহত হয় বেশ কয়েকজন। এরপরই অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।
জানা গিয়েছে, একদল মানুষ জেমসের অনুষ্ঠান দেখার জন্য স্কুলের ভিতরে ঢোকার চেষ্টা করছিল। বাধা দিতেই ইট পাথর ছুঁড়তে শুরু করে। এরপর হামলাকারীরা ঢুকে সোজা জেমসের স্টেজ দখল করার চেষ্টা করে, এমনটাই দাবি আয়োজকদের। ইট বৃষ্টি থেকে কোনওমতে রক্ষা পান জেমস।
Islamist mob attacks concert of Bangladesh’s biggest rockstar James at Faridpur. James has sung for Bollywood also. The mob wants no music or cultural festivals to be held in Bangladesh. James somehow managed to escape. pic.twitter.com/0yNeU0Us9h
— Deep Halder (@deepscribble) December 26, 2025
বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, বহিরাগতরা হামলা করেছিল। অন্তত ১৫ জন ছাত্র, যারা অনুষ্ঠান দেখছিল, তারা আহত হয়েছে। তবে গায়ক আহত হননি। হামলার পর পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়েই হামলাকারীরা পালিয়ে যায়। জেলা প্রশাসনের তরফে অনুষ্ঠান বাতিল করে দেয়।
ওসমান হাদির মৃত্যুর পর ছায়ানট, উদীচী ভাঙচুর করা হয়। এবার জেমসের শোয়ে হামলা।
