তৃণমূলে যোগ দেওয়ার পরই পার্নো মিত্রর শুটিংয়ে সাংসদ পার্থ ভৌমিক, কী কথা হল?
২৬শে ডিসেম্বর পার্নো মিত্রকে ঘিরে টলিপাড়ায় চর্চা ছিল তুঙ্গে। তিনি ২০১৯-এ গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন। কিন্তু গতকাল যোগ দিলেন তৃণমূল কংগ্রেস দলে। আগামী বিধানসভা নির্বাচনে পার্নো কী লড়বেন? অভিনেত্রীর দাবি, সেটা দল ঠিক করবে... টিকিট পাওয়ার আশাতে তিনি দলে যোগ দেননি। পার্নোর তৃণমূলে যোগদানের সময়ে উপস্থিত ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য আর জয় প্রকাশ মজুমদার। এদিন সাংসদ পার্থ ভৌমিকের উপস্থিত থাকার কথা থাকলেও, তিনি গুরুত্বপূর্ণ কাজে শহরের বাইরে ছিলেন, দুপুর ১২টার সময়ে।

২৬শে ডিসেম্বর পার্নো মিত্রকে ঘিরে টলিপাড়ায় চর্চা ছিল তুঙ্গে। তিনি ২০১৯-এ গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন। কিন্তু গতকাল যোগ দিলেন তৃণমূল কংগ্রেস দলে। আগামী বিধানসভা নির্বাচনে পার্নো কী লড়বেন? অভিনেত্রীর দাবি, সেটা দল ঠিক করবে… টিকিট পাওয়ার আশাতে তিনি দলে যোগ দেননি। পার্নোর তৃণমূলে যোগদানের সময়ে উপস্থিত ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য আর জয় প্রকাশ মজুমদার। এদিন সাংসদ পার্থ ভৌমিকের উপস্থিত থাকার কথা থাকলেও, তিনি গুরুত্বপূর্ণ কাজে শহরের বাইরে ছিলেন, দুপুর ১২টার সময়ে।
তৃণমূল কংগ্রেসে যোগদানের পর পার্নো সোজা পৌঁছে যান শুটিংয়ে। মন্টু পাইলট সিজন থ্রি-র শুটিং শুরু হয়ে গিয়েছে। এই সিরিজে সৌরভ দাস, শোলাঙ্কি রায়, পার্নো মিত্রর সঙ্গে দেখা যাবে পরিচালক কিউকে। তিনি একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। শুটিং হচ্ছিল বেলেঘাটার একটা বাড়িতে। সেখানেই চারটের পর পৌঁছে যান পার্থ।
শুটিংয়ে পৌঁছে পার্থ পার্নোকে বলেন, ”তোমার তৃণমূল কংগ্রেসে যোগদানের সময়ে উপস্থিত থাকব বলেছিলাম। তবে সেটা সম্ভব হয়নি। সেই কারণেই একবার দেখা করে গেলাম।” পার্নো তখন বলেন, কোনও সময়ে পরামর্শ প্রয়োজন হলে তিনি যোগাযোগ করতে পারেন।
আগামী বছর বিধানসভা নির্বাচনে কোন-কোন তারকা প্রার্থীকে দেখা যাবে, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে টলিপাড়ায়। বাংলা টেলিভিশনের এক নামী মুখ প্রার্থী হওয়ার প্রস্তাব পেতে পারেন বলে খবর। এই মুহূর্তে যাঁরা বিধায়ক, তার মধ্যে একজনের টিকিট বাদ যেতে পারে বলে খবর। সেই আসনে একজন নামী গায়িকাকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হতে পারে বলেও, চর্চা রয়েছে টলিপাড়ায়। শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দলের হয়ে কোন-কোন তারকা প্রার্থী ভোটে লড়বেন, তা জানার অপেক্ষা।
