West Bengal News Today Live: আজ থেকে SIR-এ শুরু শুনানি, ডাক পেলেন তৃণমূল সাংসদের ২ পুত্র
Breaking News in Bengali Live Updates: শনিবার থেকে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্ব। প্রায় ৩২ লক্ষ মানুষের শুনানি হবে। এসআইআর প্রক্রিয়া ছাড়াও ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর বাড়ছে রাজ্যে। প্রতিদিন ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।

LIVE NEWS & UPDATES
-
বীরভূম, বাঁকুড়ায় আচমকা জেলা সভাপতি বদল বিজেপির, কারণ কী?
বীরভূমে আচমকা জেলা সভাপতি বদল করল গেরুয়া শিবির। বিজেপির বীরভূম সংগঠনিক জেলার নতুন সভাপতি হলেন উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়। আগে সভাপতি ছিলেন ধ্রুব সাহা। বিধানসভা নির্বাচনের আগে এই রদবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। রাজনীতির কারবারিরা মনে করছেন, সম্ভবত বীরভূমের কোনও একটি বিধানসভা আসন থেকে লড়তে চলেছেন ধ্রুব সাহা। আর সে কারণেই এই রদবদল। পাশাপাশি নতুন দায়িত্ব পেয়ে খুশি উদয়শঙ্কর। তিনি জানিয়েছেন, “এটা নতুন কিছু নয়। দলের সঙ্গে দীর্ঘদিন ধরে রয়েছি। কাজ করছি। সকলকে নিয়ে এগিয়ে যাব।”
এদিন বাঁকুড়ায়ও জেলা সভাপতি বদল করেছে বিজেপি। বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন সুজিত অগস্তি। তাঁর জায়গায় সভাপতি করা হল তাপস বোসকে।
-
হিয়ারিং শেষে খোশমেজাজে ভোটারদের একাংশ

হিয়ারিংয়ে ডেকে পাঠানোয় হাজির হয়েছিলেন। কিন্তু, শিলিগুড়ি মহকুমাশাসকের অফিসে হিয়ারিং শেষে খোশমেজাজে দেখা গেল ভোটারদের একটা অংশকে। তাঁদের বক্তব্য, কোনও হয়রানি হয়নি। ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকায় ডাকা হয়েছিল। কমিশন নির্দেশিত নথিগুলির যে কোনও একটি দেখতে চেয়েছিল। তাঁরা দেখিয়েছেন। এক ভোটার বললেন, “কোনও অসুবিধা হয়নি। নথি দেখালাম।” ভোটার তালিকায় সংশোধনের জন্য ১০-১৫ বছর অন্তর এসআইআর প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
-
-
খসড়া তালিকাতেই নাম নেই, শুনানিতে ডাকা হল কাকলি ঘোষ দস্তিদারের ২ পুত্রকে
কাকলি ঘোষ দস্তিদার
এসআইআর প্রক্রিয়ায় শুনানিতে ডাকা হয়েছে বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের দুই পুত্রকে। এমনকি, শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিস পাঠানো হয় তৃণমূল সাংসদের মা ও বোনকে। এই নিয়ে সরব হয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। এসআইআর প্রক্রিয়া আদৌ ঠিকভাবে হচ্ছে কি না, সেই প্রশ্ন তুললেন তিনি। টিভি৯ বাংলাকে কাকলি ঘোষ দস্তিদার বলেন, “খসড়া তালিকা দেখতে গিয়ে দেখা যায়, আমার দুই ছেলের নাম নেই। তাদের হিয়ারিংয়ে ডেকে পাঠিয়েছে। তাদের বাবা (রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুদর্শন ঘোষ দস্তিদার) একজন প্রাক্তন মন্ত্রী। আমি চারবারের সাংসদ। দুই পুত্র সরকারি চাকুরে। হিয়ারিংয়ে যাবে। কিন্তু, কীভাবে এসআইআর হচ্ছে, তা সহজেই অনুমেয়।”
বিস্তারিত: কাকলি ঘোষ দস্তিদারের ২ পুত্র-সহ পরিবারের ৪ জনকে হিয়ারিংকে ডাকল কমিশন, ক্ষোভ উগরে দিলেন তৃণমূল সাংসদ
কলকাতা: এসআইআর প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ। আজ (শনিবার) থেকে শুরু হল শুনানি। আর এই শুনানিতে ডাক পাওয়া নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীনচন্দ্র বাগের মা, ভাই ও ভাইয়ের স্ত্রীকে শুনানিতে ডাকা নিয়ে চাপানউতোর তৈরি হয়েছে। আবার বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের দুই পুত্র ও মা-বোনকে শুনানিতে ডেকে পাঠানো হয়েছে। এদিন সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুনানির জন্য লম্বা লাইন পড়েছে। এসআইআরের শুনানি ছাড়াও রাজ্যে এখন ঘটনার ঘনঘটা। ভোটের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, তত বাড়ছে রাজনৈতিক তরজা। রাজ্যের প্রতি মুহূর্তের খবরের আপডেট পান টিভি৯ বাংলায়।
Published On - Dec 27,2025 11:03 AM
