West Bengal Weather: ১ তারিখের আগেই শীতের ‘খেলা’ শেষ, জাঁকিয়ে শীত আবার কবে!
Weather Update: পশ্চিমের কোনও কোনও জায়গায় ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে তাপমাত্রা। আগামী সোমবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। তবে তারপর দু-তিন দিনের মধ্যই দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। উত্তরবঙ্গে বেশিরভাগ জেলায় ঘন কুয়াশার দাপট দেখা যাবে।

সৌভিক সরকার ও কমলেশ চৌধুরী
কলকাতা: প্রত্যেকদিন যেন রেকর্ড ভাঙছে। তাপমাত্রা আরও কমছে। শনিবার জমিয়ে শীতের আমেজ রাজ্য জুড়ে। কলকাতার তাপমাত্রা আরও একটু কমল। এদিনই ফের মরশুমের শীতলতম দিন রেকর্ড হল কলকাতায়। ১২.৮ ডিগ্রি সেলসিয়াসে নামল আলিপুরের পারদ। স্বাভাবিক নিয়মেই পশ্চিমাঞ্চলে তাপমাত্রা আরও কমেছে। ৯ থেকে ১০ ডিগ্রির ঘরে নেমেছে বাঁকুড়া-বীরভূমের পারদ।
তবে শীতের এই দাপট বেশিদিনের নয়। নতুন বছরের শুরুতেই শীতে সাময়িক কোপ পড়তে চলেছে। অর্থাৎ হাঁড়কাপানো শীতের খেলা শেষ হয়ে যাবে আর কয়েকদিনের মধ্যেই। পশ্চিমী ঝঞ্ঝার জেরে ফের পারদ চড়বে দক্ষিণবঙ্গে। ১ জানুয়ারিতেই ১৫ ডিগ্রির ঘরে কলকাতার পারদ পৌঁছে যাবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
পশ্চিমের কোনও কোনও জায়গায় ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে তাপমাত্রা। আগামী সোমবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। তবে তারপর দু-তিন দিনের মধ্যই দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।
আবহাওয়া দফতর বলছে, পরপর পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে, যার প্রভাব পড়তে চলেছে বঙ্গে। জম্মু-কাশ্মীরে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আগামী ৩০ ডিসেম্বর মঙ্গলবার। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের বছরের শুরুতে উর্ধ্বমুখী হতে পারে পারদ।
তবে আগামী দু দিন অর্থাৎ সোমবার পর্যন্ত পশ্চিমের জেলাগুলিতে ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
উত্তরবঙ্গে বেশিরভাগ জেলায় ঘন কুয়াশার দাপট দেখা যাবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কুয়াশার দাপট বেশি থাকবে। ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। খুব সকালে কুয়াশার সম্ভাবনা বেশি থাকে, পরে আস্তে আস্তে পরিষ্কার হবে আকাশ। দৃশ্যমানতা কোথাও কোথাও ২০০ মিটারের নীচে নামতে পারে।
দার্জিলিং সহ পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পার্বত্য এলাকা এবং ওপরের দিকের পাঁচ জেলায় তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মালদহ ও সংলগ্ন জেলায় অর্থাৎ উত্তরবঙ্গের নীচের দিকে ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা।
সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রি। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৪ থেকে ৮৮ শতাংশ।
