দিতিপ্রিয়া সিরিয়াল ছাড়তেই ‘চিরদিনই তুমি যে আমার’-এর রেটিং কমছে?
জীতু কমল আর দিতিপ্রিয়া রায়কে নিয়ে শুরু হয়েছিল জি বাংলার ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার'। কিছু মাস যেতেই জীতু-দিতিপ্রিয়ার মতবিরোধ শুরু হয়ে যায়। প্রথমে কয়েকবার ঝামেলা হলেও, দু' পক্ষকে ডেকে সমস্যার সমাধান করতে পেরেছিলেন চ্যানেল কর্তৃপক্ষ। তবে এক সময়ে বিষয়টা হাতের বাইরে চলে যায়। টলিপাড়ায় শোনা যায়, জীতু থাকবেন না ধারাবাহিকে। বরং দিতিপ্রিয়াকে নিয়ে শুটিং হবে। তবে সে জল্পনায় জল পড়ে!

জীতু কমল আর দিতিপ্রিয়া রায়কে নিয়ে শুরু হয়েছিল জি বাংলার ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। কিছু মাস যেতেই জীতু-দিতিপ্রিয়ার মতবিরোধ শুরু হয়ে যায়। প্রথমে কয়েকবার ঝামেলা হলেও, দু’ পক্ষকে ডেকে সমস্যার সমাধান করতে পেরেছিলেন চ্যানেল কর্তৃপক্ষ। তবে এক সময়ে বিষয়টা হাতের বাইরে চলে যায়। টলিপাড়ায় শোনা যায়, জীতু থাকবেন না ধারাবাহিকে। বরং দিতিপ্রিয়াকে নিয়ে শুটিং হবে। তবে সে জল্পনায় জল পড়ে! কারণ আর্টিস্টস ফোরামে বৈঠকের পর দিতিপ্রিয়া জানিয়ে দেন, তিনি ধারাবাহিকে কাজ করতে পারবেন না সাময়িক অসুস্থতার কারণে।
দিতিপ্রিয়া ধারাবাহিক ছেড়ে বেরিয়ে যাওয়ার পর নায়িকার জায়গায় আসেন শিরিন পাল। গত তিন সপ্তাহে ‘চিরদিনই তুমি যে আমার’এর রেটিং কেমন, সেদিকে চোখ রাখা যাক। ১১ ডিসেম্বর বার্কের নির্দিষ্ট গ্রুপে, এই ধারাবাহিকের রেটিং এসেছে ৬.১। ১৮ ডিসেম্বর সেই রেটিং হয় ৫.৯। ২৬ ডিসেম্বর রেটিং কমে হয়েছে ৫.৬। লক্ষণীয়, ‘চিরদিনই তুমি যে আমার’ সন্ধে সাড়ে ছ’টার সময়ে স্লট লিডার হয়েছিল সপ্তাহের পর সপ্তাহ। তবে শেষ দুই সপ্তাহে স্লট লিডার হয়েছে ‘লক্ষ্মী ঝাঁপি’। এদিকে রেটিং অনুযায়ী এই ধারাবাহিক প্রথম পাঁচে জায়গা করে নিয়েছিল বেশ কয়েক বার। তবে এই সপ্তাহে প্রথম পাঁচে জায়গা পায়নি।
লক্ষণীয়, শিরিন যোগ দেওয়ার পর আর্য-অপর্ণার বিয়ের এপিসোড দেখানো হচ্ছে। এবার নায়ক-নায়িকার রোম্যান্স জমজমাট হবে। তাই তিন সপ্তাহ রেটিং কম হলেও, আগামী কিছু সপ্তাহে যে রেটিং বাড়বে, তা আশা করা যায়। সামনের কিছু সপ্তাহ ‘চিরদিনই তুমি যে আমার’-এর রেটিংয়ের দিকে যে নজর থাকবে, তা নিয়ে সংশয় নেই।
