শুনানিতে ডাক পড়ল তৃণমূল সাংসদ কাকলির ২ ছেলের
শনিবার থেকে শুরু হয়েছে এসআইআর-র দ্বিতীয় পর্ব। শুরু হয়েছে শুনানি। আর সেই শুনানিতে ডাকা হয়েছে বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের দুই পুত্রকে। সাংসদের শুধু পুত্রদের নয়, শুনানির জন্য ডাকা হয়েছে কাকলির বৃদ্ধা মা ও বোনকে। হঠাৎ কেন সাংসদের পরিবারের সদস্যদের এসআইআর-র শুনানির জন্য ডাকা হয়েছে, তা নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। প্রসঙ্গত, রাজ্যজুড়ে প্রায় ৩২ লক্ষ মানুষকে শুনানির জন্য ডাকা হয়েছে। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের বিধায়ক নবীনচন্দ্র বাগের মা, ভাই ও ভাইয়ের স্ত্রীকেও শুনানিতে ডাকা হয়েছে। এই নিয়ে চক্রান্তের অভিযোগ তোলেন তৃণমূল বিধায়ক।
শনিবার থেকে শুরু হয়েছে এসআইআর-র দ্বিতীয় পর্ব। শুরু হয়েছে শুনানি। আর সেই শুনানিতে ডাকা হয়েছে বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের দুই পুত্রকে। সাংসদের শুধু পুত্রদের নয়, শুনানির জন্য ডাকা হয়েছে কাকলির বৃদ্ধা মা ও বোনকে। হঠাৎ কেন সাংসদের পরিবারের সদস্যদের এসআইআর-র শুনানির জন্য ডাকা হয়েছে, তা নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। প্রসঙ্গত, রাজ্যজুড়ে প্রায় ৩২ লক্ষ মানুষকে শুনানির জন্য ডাকা হয়েছে। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের বিধায়ক নবীনচন্দ্র বাগের মা, ভাই ও ভাইয়ের স্ত্রীকেও শুনানিতে ডাকা হয়েছে। এই নিয়ে চক্রান্তের অভিযোগ তোলেন তৃণমূল বিধায়ক।
