রোদে পুড়ে ত্বকের বারোটা বেজেছে? এক চামচ ময়দাই করবে কামাল
রোদে বের হওয়ার আগে সানস্ক্রিন মাখলেও, মুখে কালচে ছোপ। বাড়িতে ফেরার পর আয়নার নিজেকে চেনা দায়। ভাবছেন পার্লার গিয়ে ডিট্যান ফেসিয়াল করবেন! দাঁড়ান, তার আগে রান্নাঘরে গিয়ে এক চামচ ময়দা নিয়ে নিন।

রোদে বের হওয়ার আগে সানস্ক্রিন মাখলেও, মুখে কালচে ছোপ। বাড়িতে ফেরার পর আয়নার নিজেকে চেনা দায়। ভাবছেন পার্লার গিয়ে ডিট্যান ফেসিয়াল করবেন! দাঁড়ান, তার আগে রান্নাঘরে গিয়ে এক চামচ ময়দা নিয়ে নিন। এই এক চামচ ময়দা যা কামাল দেখাবে, তা ভাবাই যায় না। ময়দার কাছে পার্লারের ফেসিয়াল ডাহা ফেল!
কীভাবে করবেন? রইল টিপস
ময়দা ব্যবহার হবে স্ক্রাবিংয়ের জন্য। এবার ১ চামচ ময়দার সঙ্গে ১ চা চামচ তুষ মেশান। তাতে আর্দ্রতার জন্য একটু অলিভ অয়েলও দিতে পারেন (অলিভ অয়েলের পরিবর্তে নারকেল তেলও দিতে পারেন)। এই মিশ্রণ নিয়েই স্ক্রাবিংয়ের কাজটি সেরে ফেলুন।
স্ক্রাবিংয়ের পর ময়দা লাগবে ম্যাসাজের জন্য। হাফ চামচ ময়দার সঙ্গে ১ চা চামচ গ্লিসারিন কিংবা অ্য়ালোভেরা জেল মিশিয়ে নিন। তারপর প্রায় সাত মিনিট মতো ম্যাসাজ করবেন। তারপর স্টিম নিয়ে নেবেন। স্টিম নেওয়ার মেশিন না থাকলে একটি পাত্রে গরম জল নিয়ে কাপড় দিয়ে ঢেকে ভাপ নিতে পারেন। এই কাজগুলি করতে পারলেই তফাত বুঝতে পারবেন। আপনার ত্বকের জেল্লা আগের তুলনায় বেড়ে যাবে। সপ্তাহে অন্তত একদিন করুন।





