5 Habits Of Warren Buffett: এই ৫টা অভ্যাস মানলে আপনিও হবেন ওয়ারেন বাফেটের মতো ধনকুবের!
Warren Buffett: ওয়ারেন বাফেটের সাফল্য আমাদের দেখায় সঠিক অভ্যাস সঙ্গে শৃঙ্খলাপরায়ণতা একজন মানুষকে অর্থনৈতিক ভাবে কতটা সফল করতে পারে। তিনি বলেন যে পাঁচটা অভ্যাস কারও থাকলে সে ভবিষ্যতে অবশ্যই একজন ধনকুবের হতেই পারে।

আমাদের দেশে সাফল্য অনেক ক্ষেত্রে বিচার করা হয় ব্যক্তির সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে। আর সেই সাপেক্ষে ওয়ারেন বাফেট একজন সফল মানুষ। যাঁর সম্পদের পরিমাণ ১৫ হাজার ৪৫০ কোটি আমেরিকান ডলার বা ভারতীয় মুদ্রায় ১৩ লক্ষ ৪৭ হাজার ৯০৫ কোটি টাকা। তথ্য বলছে, তাঁর এই সম্পদের ৯০ শতাংশই তিনি উপার্জন করেছেন তাঁর বয়স ৬০ পেরিয়ে যাওয়ার পর।
ওয়ারেন বাফেট কিন্তু একদিনে ওই জায়গায় পৌঁছাননি। যখন তাঁর বয়স ১১ বছর, তখন থেকে তিনি বিনিয়োগ শুরু করেন। আর তারপর ধীরে ধীরে আজকের জায়গায় পৌঁছান তিনি। আর তাঁর এই সাফল্য আমাদের দেখায় সঠিক অভ্যাস সঙ্গে শৃঙ্খলাপরায়ণতা একজন মানুষকে অর্থনৈতিক ভাবে কতটা সফল করতে পারে। তিনি বলেন যে পাঁচটা অভ্যাস কারও থাকলে সে ভবিষ্যতে অবশ্যই একজন ধনকুবের হতেই পারে।
প্রথমত, সারাজীবন শিখতে থাকুন
“বিশ্ব জোড়া পাঠাশালা মোর, সবার আমি ছাত্র…”, কবি সুনির্মল বসু লিখে গিয়েছিলেন এই কবিতা। আর এই একই কথা যেন ধ্বনিত হয়েছে ওয়ারেন বাফেটের বক্তব্যেও। ৯৪ বছর বয়সী বাফেট এখনও দিনের একটা বিরাট সময় ব্যয় করেন পড়াশোনার পিছনে। যার মধ্যে থাকে বিভিন্ন সংস্থার ফাইন্যান্সিয়াল রিপোর্ট, ইতিহাস বা কারও জীবনী।
দ্বিতীয়ত, বুদ্ধিমত্তার সঙ্গে খরচ করুন
ওয়ারেন বাফেট একজন মিতব্যয়ী মানুষ। তিনি এখনও তাঁর পুরনো বাড়িতেই থাকেন। চড়েন তাঁর সেই পুরনো গাড়িই। আর এভাবে তিনি নিজের লায়াবিলিটিস বা দায় কম করেন। তিনি স্বল্পমেয়াদি দেখনদারিতে বিশ্বাস করেন না। দীর্ঘমেয়াদি সম্পদ তৈরি ও সম্পদের বিকাশ হওয়াতেই জোর দেন তিনি।
তৃতীয়ত, শৃঙ্খলাবদ্ধ থাকুন
শৃঙ্খলা এমন একটা ব্যপার যা কোনও মানুষকে বাইরে থেকে একদিন দেখে বোঝা যায় না। কিন্তু বাফেট বেশ কিছু নিয়ম মেনে চলেন। কোনও হঠাৎ ট্রেন্ড দেখে সেখানে বিনিয়োগ করা একেবারে না-পসন্দ তাঁর। বরং সঠিক সুযোগের অপেক্ষা করাই তাঁর স্বভাব।
চতুর্থত, সুন্দর সম্পর্ক তৈরি করুন
বাফেট বারেবারেই বলেন তাঁর চারপাশের মানুষদের অবদানের কথা। তাঁর বাৎসরিক চিঠি থেকে সাক্ষাৎকার, তাঁর সাফল্যের অনেকটা কৃতিত্বই তিনি দেন তাঁর পরামর্শদাতা, পার্টনার ও বন্ধুদের যাঁরা সর্বদা তাঁর পাশে থেকেছেন।
পঞ্চমত, দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি রাখুন
বাফেট অনেক সময় বলেন, আজ কেউ ছায়ায় বসে আছে এর অর্থ হল ওই ব্যক্তি অনেকদিন আগেই একটা বড় গাছ পুঁতেছিলেন। অর্থাৎ, অর্থনৈতিক বা অন্য কোনও বিষয়ে একরাতেই কিছু ঘটানো সম্ভব নয়। সব কিছু হতেই সময় লাগে, ধৈর্য্য লাগে আর লাগে বিশ্বাস।
ওয়ারেন বাফেটের সাফল্য শুধুমাত্র সঠিক স্টক বেছে নেওয়া বা লাভজনক কোথায় বিনিয়োগ করায় নয়। তাঁর সাফল্য একটা দৈনিক অভ্যাস, নিরলস শিক্ষণ, নিয়মানুবর্তিতা, মিতব্যয়ীতা, মানুষের সঙ্গে সুন্দর সম্পর্ক ও একটি দীর্ঘমেয়াদি চিন্তাভাবনা রাখা। আর এই সব একসঙ্গেই তাঁকে আজ ওয়ারেন বাফেট বানিয়েছে।
কোনও রকম বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।
