Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Stock Market: একলাফে চাঙ্গা হল বাজার, এক দিনে ৪ লক্ষ কোটি লাভের মুখ দেখলেন বিনিয়োগকারীরা!

Stock Market: ৭৫,০০০ পার সেনসেক্সের, ২২৭০০ ছাড়িয়ে গিয়েছে নিফটি ৫০। বাজারের এই উত্থানে একদিনে প্রায় ৪ লক্ষ কোটি টাকা লাভ বিনিয়োগকারীদের।

Stock Market: একলাফে চাঙ্গা হল বাজার, এক দিনে ৪ লক্ষ কোটি লাভের মুখ দেখলেন বিনিয়োগকারীরা!
Follow Us:
| Updated on: Mar 18, 2025 | 10:19 PM

গত কয়েক মাসের সব আলস্য ঝেড়ে ফেলে আজ ১৮ মার্চ প্রায় লাফিয়ে উঠেছে ভারতের শেয়ার বাজার। বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত সেনসেক্স বেড়েছে প্রায় ৮৯২ পয়েন্ট। ফের ৭৫,০০০-এর ঘরে ঢুকে পড়েছে ভারতের এই বেঞ্চমার্ক সূচক। অন্যদিকে ২৬৬ পয়েন্ট বেড়ে ২২৭০০ ছাড়িয়ে গিয়েছে আর এক বেঞ্চমার্ক সূচক নিফটি ৫০। ভারতের বাজারের এই উত্থানের ফলে বিনিয়োগকারীরা একদিনে প্রায় ৪ লক্ষ কোটি টাকা লাভ করেছেন। কিন্তু বাজারের এই অসাধারণ লাফ কেন?

প্রথমত, শেয়ারের দাম কমেছে

সেপ্টেম্বরের পর থেকে হুড়মুড়িয়ে পড়েছে ভারতের শেয়ার বাজার। ফলে বাজারে যে বুদবুদ তৈরি হয়েছিল সেগুলো অনেকাংশে কমেছে। একই সঙ্গে কমেছে অনেক ভাল শেয়ারের দামও। আর সেই কারণেই বিনিয়োগকারীরা এই সব ভাল শেয়ারগুলো কিনতে শুরু করেছে। বর্তমানে নিফটি ৫০-এর পি/ই অনুপাত ২০-এর কাছাকাছি, যা গত ৩ মাসে সর্বনিম্ন।

দ্বিতীয়ত, ইতিবাচক লক্ষণ দেখাচ্ছে অর্থনীতি

২০২৫ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে জিডিপি রেকর্ড করা হয়েছে ৬.২ শতাংশ। যা দ্বিতীয় ত্রৈমাসিকের ৫.৪ শতাংশের তুলনায় অনেকটা ভাল। এছাড়াও তৃতীয় ত্রৈমাসিকে ৫.১ শতাংশ বেড়েছে দেশের গড় শিল্প উৎপাদন। ১৬ শতাংশ বেড়েছে সরকারি কর আদায়। মুদ্রাস্ফীতি কমে নেমে এসেছে ৩.৬ শতাংশের নীচে। আর এই সবই ইঙ্গিত দিচ্ছে যে আসলে ইতিবাচক লক্ষণ দেখাচ্ছে অর্থনীতি।

তৃতীয়ত, শক্তিশালী হচ্ছে টাকা

আমেরিকান ডলারের তুলনায় ভারতীয় টাকার এক্সচেঞ্জ মূল্য আজ ৩৩ পয়সা কমেছে। ১ ডলারের দাম দাঁড়িয়েছে ৮৬ টাকা ৫৯ পয়সায়। যা গত ৩ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।

চতুর্থত, কমতে পারে সুদের হার

বর্তমানে মুদ্রাস্ফীতি কমে ৪ শতাংশের নীচে নেমেছে। আর এর ফলে বিশেষজ্ঞ মহল মনে করছে সুদের হার কমাতে পারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিপোর্ট ‘ইকোর‍্যাপ’ বলছে ২০২৫ সালে ৭৫ বেসিস পয়েন্ট সুদ কমাতে পারে আরবিআই। আগামী ৭-৯ এপ্রিলের সভায় এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কটি। আর এর সবের পরই কিছুটা হলেও স্বস্তি পেয়েছে দেশের বিনিয়োগকারীরা।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই  লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।