Road Accident: ৭০ কিলোমিটার পথ বাইকে পারি দেওয়াই কাল? পরীক্ষার্থীকে পিষে দিল ১০ ট্রাক
Jalpaiguri: প্রত্যক্ষদর্শীরা বলছেন, রাস্তাতেই আচমকা নিয়ন্ত্রণ হারায় বাইকটি। তাতেই বাইক থেকে ছিটকে পড়ে যান মাধবী। পাশ দিয়ে সেই সময় যাচ্ছিল একটা দশ চাকার ট্রাক। চোখের পলকে সেটি পিষে দেয় মাধবীকে। ঘটনাস্থলেই মৃত্যু হয়। তবে বরাত জোরে প্রাণে বেঁচে যান তাঁর স্বামী, সন্তান। ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকায়।

জলপাইগুড়ি: ৭০ কিলোমিটার পথ বাইকে পারি দেওয়াই কাল হল। পরীক্ষার্থীকে পিষে দিল দশ চাকার ট্রাক। ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য় জলপাইগুড়ি ঘুঘু ডাঙার সাহা পাড়ায়। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে স্বামীর সঙ্গে বাইকে চেপে ধূপগুড়িতে পুলিশের কন্সটেবল পদে পরীক্ষা দিতে যাচ্ছিলেন জলপাইগুড়ি ঘুঘু ডাঙার সাহা পাড়ার বাসিন্দা মাধবী সরকার (২৫)। সঙ্গে ছিল চার বছরের শিশু কন্যা। কিন্তু কে জানতো পথেই তাঁদের জন্য ওৎ পেতে বসে আছে বিপদ।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, রাস্তাতেই আচমকা নিয়ন্ত্রণ হারায় বাইকটি। তাতেই বাইক থেকে ছিটকে পড়ে যান মাধবী। পাশ দিয়ে সেই সময় যাচ্ছিল একটা দশ চাকার ট্রাক। চোখের পলকে সেটি পিষে দেয় মাধবীকে। ঘটনাস্থলেই মৃত্যু হয়। তবে বরাত জোরে প্রাণে বেঁচে যান তাঁর স্বামী, সন্তান। ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকায়।
আশপাশ থেকে লোকজন ছুটে এসে ধরে ফেলে ট্রাকটিকে। উত্তেজনার মধ্যেই খবর যায় পুলিশের কাছে। খবর পেয়ে পুুলিশ এসে দেহ উদ্ধার করে জলপাগুড়ি মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠায়। সেখানেই ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনায় শোকের ছায়া এলাকায়। শোকস্তব্ধ পরিবারের সদস্যরাও। কান্নায় ভেঙে পড়েছেন মাধবীর স্বামী।
ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায় বলেন, পুলিশের কন্সটেবল পদে পরীক্ষা ছিল। সেখানেই যাচ্ছিলেন। এই মহিলার সেন্টার পড়েছে ধূপগুড়ি শালবাড়ি তে। প্রায় ৭০ কিলোমিটার পথ বাইকে চেপে যাচ্ছিলেন। লরির চালকে গ্রেফতার করা হয়েছে। লরিটিকেও আটক করা হয়েছে তদন্ত চলছে।
